Barak UpdatesBreaking News

অসম চুক্তির ৬ নং ধারা: উদ্বেগে আভা
6th Schedule of Assam Accord: AABHA expresses anguish

২৬ আগস্ট: আসাম চুক্তির ৬ নং ধারা নিয়ে উদ্বিগ্ন অল আসাম হিন্দু বেঙ্গলি অ্যাসোসিয়েশন (আভা)। বিশেষ করে, বিপ্লবকুমার শর্মা নেতৃত্বাধীন কমিটি সাধারণ জনতার কাছে পরামর্শ চাইতে গিয়ে বারবার ইন্ডিজেনাস শব্দের উল্লেখ করেছে। এ নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন তারা।

অ্যাসোসিয়েশনের সভাপতি বাসুদেব শর্মা ও সম্পাদক শান্তনু সূত্রধর বলেন, মূল চুক্তির কোথাও ইন্ডিজেনাস বলে কিছু নেই। সেখানে অসমিয়া জনগোষ্ঠীর সুরক্ষার কথাই বলা হয়েছে । বাসুবাবুদের কথায়, অসমিয়া বা ইন্ডিজেনাস কোনওটিরই সংজ্ঞা নির্ধারিত হয়নি । এর আগেই তারা সংরক্ষণের দাবিতে চর্চা শুরু করে দিয়েছে ।

তাদের কথায, বাঙালিকে চাকরি-বাকরি, ভোটে দাঁড়ানো ইত্যাদি থেকে সরিয়ে রাখতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এগোচ্ছে। কিন্তু আভা ওই সব উদ্যোগ কোনওভাবে মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে। দুই উপ-সভাপতি কুসুমেষু পুরকায়স্থ ও নারায়ণ চৌধুরী বলেন, এনআরসি-র চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে এই ৬ নং ধারার বাস্তবায়ন।

বিপ্লবকুমার শর্মা নেতৃত্বাধীন কমিটিতে বাঙালি  প্রতিনিধি না রাখাতেও তারা ক্ষোভ প্রকাশ করেন। বলেন, দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনও কাজ সমাধা হবে না। তাঁরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন, সে কথা জানিয়ে সন্দীপন দত্ত পুরকায়স্থ, পার্থ দাস, দুলু সিং বলেন, প্রয়োজনে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ। এ দিনের সাংবাদিক সম্মেলনে পার্থ দাস, প্রাণকৃষ্ণ পাল, অজয় দেব, জয়দীপ চক্রবর্তী, রতন দত্ত, ভাস্কর সেনশর্মা, নিবেদিতা চক্রবর্তী, শান্তনু রায়ও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker