Barak UpdatesBreaking News
একতা দিবসে দৌড়লেন ডিসি-এসপি, ছিলেন কবীন্দ্রও
৩১ অক্টোবর : একতা দৌড়ের মাধ্যমে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানালো শিলচর। বুধবার সকালে শিলচর জেলাশাসকের কার্যালয় থেকে এই দৌড় শুরু হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে ঘুরে আসে জেলাশাসকের কার্যালয় চত্বরেই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ ফ্ল্যাগঅফ করে মিছিলের যাত্রা শুরুর সঙ্কেত দেন। এতে জেলাশাসক ডাঃ এস লক্ষণন সহ জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মী, খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি ও বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করে। আধা সামরিক বাহিনীরও প্রচুর জওয়ান তাতে অংশ নেন। ছিলেন জেলা ক্রীড়া অফিসার খনীন্দ্র মুদৈ, বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রায় প্রমুখ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দফতরের উদ্যোগে এ দিন এর আয়োজন করা হয়েছিল।
কাছাড় পুলিশ বিভাগের পক্ষ থেকেও এ দিন পৃথকভাবে একতা দৌড়ের আয়োজন করা হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে বেরিয়ে এই দৌড় শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। পুলিশ সুপার রাকেশ রৌশন ও অতিরিক্ত পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডি ছাড়াও এতে বিভাগের অন্য আধিকারিক ও কর্মীরা অংশ নেন।
শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষও একইভাবে একতা দৌড়ের আয়োজন করে। এয়ারপোর্ট ডিরেক্টর সি এল ইন্ডি সেখানে যাত্রা শুরুর সঙ্কেত দেন। অংশ নেন বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মী, অফিসার, সিআইএসএফ জওয়ান এবং এয়ারলাইন্স কর্মীবৃন্দ। বিমানবন্দর থেকে অরুণাবন্দ চা বাগান পর্যন্ত গিয়ে তাঁরা আবার ফিরে আসেন। এই কর্মসূচি সফল করার জন্য বিশেষ ভূমিকা নেন ওএসডি অর্ণব কুমার দাস এবং মোহাম্মদ ডিশান।