India & World UpdatesAnalyticsBreaking News

লকডাউনে ৬০ হাজার বিদেশিকে ফেরানো হয়েছে, জানাল বিদেশ মন্ত্রক
60,000 foreigners sent back during lockdown, informed Indian Foreign Ministry

১ মে : লকডাউনে ভারতে আটকে পড়া ৭২টি দেশের ৬০ হাজার বিদেশি নাগরিককে তাঁদের দেশে পাঠানো হয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, বিদেশি আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন আলোচনাধীন। তিনি বলেন, এ ব্যাপারে কথাবার্তা পাকা হলেই প্রক্রিয়া শুরু হবে। এগুলো আটকে পড়া ভারতীয়দের সহায়তা প্রদানের ব্যতিক্রমী প্রচেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, লকডাউন শেষ হওয়ার পর উপসাগরীয় ও অন্যান্য অঞ্চলে আটকে পড়া কয়েক হাজার ভারতীয়কে সরিয়ে নেওয়ার জন্য সরকার নৌ বাহিনীর একটি জাহাজ এবং সামরিক ও বাণিজ্যিক বিমান চালানোর একটি মেগা পরিকল্পনা নিয়ে কাজ করছে। চিনের দুটি কোম্পানির সরবরাহ করা কোভিড-১৯ দ্রুত টেস্টিং কিটের ব্যবহার বন্ধ করার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-র সিদ্ধান্তের বিষয়ে চিনের সমালোচনা সম্পর্কে তিনি বলেছেন, বিষয়টি দেশের সর্বোচ্চ মেডিক্যাল সংস্থা পরিচালনা করছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker