India & World UpdatesCultureBreaking News
‘অন্তর মম বিকশিত কর’, শুরু কবিতা উৎসব, হাজির ৬০০ কবি600 poets participate in a Poetry Fest in Kolkata
৬ মার্চ : কলকাতায় রবীন্দ্রসদন সংলগ্ন শুকতারা মঞ্চে শুরু হল চতুর্থ কবিতা উৎসব। সমবেত কন্ঠে ‘অন্তর মম বিকশিত কর’ কবিতা পাঠ, প্রদীপ প্রজ্জ্বলন, সাদা পায়রা ও অসংখ্য রঙিন বেলুন উড়িয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় এই উৎসব। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী তথা সাংসদ যোগেন চৌধুরী, পশিচমবঙ্গের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার প্রমুখ। বাংলা ভাষার বৃহত্তম এই কবিতা উৎসব চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রদর্শনী, কবি সম্মেলন ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জীবনানন্দ দাশ, কাজী সব্যসাচী, সুভাষ মুখোপাধ্যায়, নীলাদ্রি শেখর বসু, আবুল কাশেম রহিমুদ্দিন, সুনীল গঙ্গোপাধ্যায়, বিনয় মজুমদার প্রমুখের নামে নির্বাচিত কবিদের পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ নবীন ও প্রবীণ কবি ও আবৃত্তিকার এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলার তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক পিয়ালি সেনগুপ্ত, জয় গোস্বামী, প্রণতি ঠাকুর সহ বেশ কয়েকজন প্রতিষ্ঠিত কবি ও আবৃত্তিকার।