India & World UpdatesHappeningsBreaking News
১০ জনের নাম নথিভুক্ত করে পাঠালেই দুয়ারে ভ্যাকসিন !Bikaner to be 1st city in India to start door-to-door vaccination
১৩ জুন : দুয়ারে ভ্যাকসিন কথাটা একেবারেই যথার্থ। ১০ জনের নাম নথিভুক্ত করতে হবে। এরপরই বাড়ির দরজায় চলে আসবে ভ্যাকসিন টিম। দেশে এই প্রথম অভিনব ব্যবস্থা চালু হয়েছে রাজস্থানের বিকানির শহরে। জানা গিয়েছে, ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিরা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে ওই দশ জনের নাম নথিভুক্ত করলেই বাড়ির দরজায় পৌঁছে যাবে ভ্যাকসিন। এই কর্মসূচিতে এখনও পর্যন্ত দুটি অ্যাম্বুলেন্স এবং তিনটি মোবাইল ভ্যানকে নিযুক্ত করা হয়েছে।
এতে বলা হয়েছে, এরকম ১০ জনের নাম নথিভুক্তকরণ হলেই ওই গাড়ি পৌঁছে যাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ির কাছে এরকম ভাবে একের পর এক স্থান থেকে অন্য স্থানে চলবে টিকাকরণ। এই গাড়িতেই টিকা প্রদানকারীদের সঙ্গে থাকবে মেডিকেল অফিসাররাও। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছে ১৬টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা। এ বিষয়ে বিকানিরের জেলাশাসক নমিত মেহতা জানান, ‘৫৪ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের অন্তত ৭৫ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করা আমাদের লক্ষ্য। আর বাড়ি বাড়ি গিয়ে এরকম টিকাকরণ করলে এটি খুবই কার্যকর হবে। অন্যদিকে ভিড়ও হবে না।’ দুয়ারে ভ্যাকসিনেশনের উদ্যোগে নজির সৃষ্টি করল রাজস্থানের বিকানির শহর।