Barak UpdatesBreaking News
অসমিয়া ভাষায় ৬ মাসের ডিপ্লোমা কোর্স
6 months Diploma Course in Assamese language at Silchar

৩১ আগস্ট : অসম সাহিত্য সভার শিলচর শাখার উদ্যোগে অসমিয়া ভাষায় ৬ মাসের ডিপ্লোমা কোর্স শুরু হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে আবেদন পত্র দেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশভক্ত তরুণরাম ফুকন স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন এই আবেদনপত্র।
সপ্তাহে শনিবার বিকেল ও রবিবার সকাল, এই দুদিন ডিটিও অফিস লাগোয়া সাহিত্য সভা ভবনে হবে ক্লাস। পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সরকার স্বীকৃত শংসাপত্র দেওয়া হবে। সাহিত্য সভার অসমিয়া ভাষাজ্ঞান কেন্দ্রের পরিচালনায় চলবে এই কোর্স। সাহিত্য সভার শিলচর শাখার সভাপতি সমীর মেধি জানিয়েছেন, ২৭ আগস্ট সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। আর এতেই এই কোর্স শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।