India & World UpdatesAnalyticsBreaking News
হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী, যাচ্ছেন প্রণব, সোনিয়া, রাহুলও6 Chief Ministers, Pranab, Sonia & Rahul to attend Hemant Soren’s oath ceremony
২৮ ডিসেম্বর : রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠান। আর এই মঞ্চে হাজির থাকছেন দেশের ছয় মুখ্যমন্ত্রী। আক্ষরিক অর্থেই শপথগ্রহণের মঞ্চ হতে চলেছে বিরোধীদের মিলনক্ষেত্র। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে সহ অ-বিজেপি ছয় মুখ্যমন্ত্রী।
জানা গেছে, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে শনিবার রাতেই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং সদ্য নির্বাচিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিত থাকার কথা রয়েছে। কর্ণাটকের পর এই ঝাড়খণ্ডেই এক মঞ্চে আসতে চলেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে মায়াবতী, দেবেগৌড়া, তেজস্বী যাদব, অখিলেশ যাদব প্রমুখ। থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী, অধীর চৌধুরী, সীতারাম ইয়েচুরি, মানিক সরকারও।
দুদিন আগে থেকেই গোটা ঝাড়খণ্ড বিরোধী নেতাদের ছবিতে ছেয়ে গিয়েছে। রাঁচির রাস্তা সবুজ পতাকা, পোস্টার-ব্যানার দিয়ে মোড়া। ঠিক যেন ঝাড়খণ্ডে বিজেপি বিরোধী মহাসমাবেশ। এই মঞ্চ থেকে বিরোধী নেতারা মোদী হটানোর ডাক দেবেন আবার। এনআরসি-সিএএ-র বিরুদ্ধে একযোগে আওয়াজ তুলবেন বিরোধী নেতা-নেত্রীরা।