Barak Updates
৪৯ কাগজ কল কর্মীর মৃত্যুর জন্য সন্তোষমোহন দেবকে দায়ী করল বিজেপিBJP blamed Santosh Mohan Dev for death of 49 employees of paper mill
কিন্তু দলের জেলা সভাপতি কৌশিক রাই কাগজ কলের দুরবস্থার জন্য সোজা প্রয়াত সন্তোষমোহন দেবকে দায়ী করেন। বলেন, তিনি ভারি শিল্প মন্ত্রী থাকার সময়েই মিলের সর্বনাশ চরমে পৌঁছায়।
তাই বলে কি মিল আর খুলবে না? শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দুর্ভোগ কি ঘুচবে না? মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, চেষ্টা চলছে। কিছুদিন আগে কেন্দ্র কাগজ কলের জন্য ৯০ কোটি মঞ্জুর করে। কিন্তু পাওনাদারদের এক মামলায় ওই টাকা রিলিজ করা যায়নি। লিক্যুইডেটর মারফত মামলা নিষ্পত্তির পর ওই টাকা মিললে সমস্যার অনেকটা সমাধান হবে। কাগজ কল এলাকার আবাসিকদের পাশে থাকার দাবি করে পরিমলবাবু বলেন, তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছিল। আমরা তা ঠেকিয়ে বিদ্যুতের ব্যবস্থা করি। জল মিলছিল না, ব্যবস্থা হয়। ছেলেমেয়েদের কথা ভেবে স্কুল তুলে নেওয়ার পরিকল্পনা ঠেকাই। সঙ্গে আক্ষেপের সুরে বলেন, মিল বন্ধ হওয়ার সময় যত কাগজ স্টোরে ছিল, সবগুলি কিনে নিতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু মিল কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। পরে অন্যের কাছে বিক্রি করেছে। মুখ্যমন্ত্রী নিজে তাঁদের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু সাড়া মেলেনি। তাতে সে বার ছাত্রদের পাঠ্যপুস্তক বিতরণে দেরি হয়েছিল।
কৌশিকবাবুর কথায়, তার পরেই মিল খোলার দাবিতে তাঁরা সরব রয়েছেন। কেন্দ্রীয় সরকারের চাপ সৃষ্টি অব্যাহত রয়েছে। তাঁর দাবি, কাগজ কলকে কোনওমতেই চিনিকলের মত হতে দেওয়া হবে না।
But BJP District president Kaushik Rai directly blamed Late Santosh Mohan Dev for the miserable plight of the mill. He alleged that it was during the tenure of Santosh Mohan Dev as the Minister of Heavy Industries that the mill reached its worst stage.