Barak Updates

৪৯ কাগজ কল কর্মীর মৃত্যুর জন্য সন্তোষমোহন দেবকে দায়ী করল বিজেপি
BJP blamed Santosh Mohan Dev for death of 49 employees of paper mill

৫ জানুয়ারিঃ কাগজ কল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনগরের সমাবেশে মুখ না খোলায় ক্ষু্ব্ধ বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন। জেলা কংগ্রেসের পক্ষ থেকেও এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রেখেঢেকে কংগ্রেসের একাংশ নেতা-ঠিকাদারকে দোষারোপ করেন। তারাই মিলটিকে লুটেপুটে খেয়ে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন।

কিন্তু দলের জেলা সভাপতি কৌশিক রাই কাগজ কলের দুরবস্থার জন্য সোজা প্রয়াত সন্তোষমোহন দেবকে দায়ী করেন। বলেন, তিনি ভারি শিল্প মন্ত্রী থাকার সময়েই মিলের সর্বনাশ চরমে পৌঁছায়।

তাই বলে কি মিল আর খুলবে না? শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দুর্ভোগ কি ঘুচবে না? মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, চেষ্টা চলছে। কিছুদিন আগে কেন্দ্র কাগজ কলের জন্য ৯০ কোটি মঞ্জুর করে। কিন্তু পাওনাদারদের এক মামলায় ওই টাকা রিলিজ করা যায়নি। লিক্যুইডেটর মারফত মামলা নিষ্পত্তির পর ওই টাকা মিললে সমস্যার অনেকটা সমাধান হবে। কাগজ কল এলাকার আবাসিকদের পাশে থাকার দাবি করে পরিমলবাবু বলেন, তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছিল। আমরা তা ঠেকিয়ে বিদ্যুতের ব্যবস্থা করি। জল মিলছিল না, ব্যবস্থা হয়। ছেলেমেয়েদের কথা ভেবে স্কুল তুলে নেওয়ার পরিকল্পনা ঠেকাই। সঙ্গে আক্ষেপের সুরে বলেন, মিল বন্ধ হওয়ার সময় যত কাগজ স্টোরে ছিল, সবগুলি কিনে নিতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু মিল কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। পরে অন্যের কাছে বিক্রি করেছে। মুখ্যমন্ত্রী নিজে তাঁদের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু সাড়া মেলেনি। তাতে সে বার ছাত্রদের পাঠ্যপুস্তক বিতরণে দেরি হয়েছিল।

কৌশিকবাবুর কথায়, তার পরেই মিল খোলার দাবিতে তাঁরা সরব রয়েছেন। কেন্দ্রীয় সরকারের চাপ সৃষ্টি অব্যাহত রয়েছে। তাঁর দাবি, কাগজ কলকে কোনওমতেই চিনিকলের মত হতে দেওয়া হবে না।

January 5: The silence of Prime Minister Narendra Modi on the issue of Paper Mill at Ramnagar of Friday has invited the displeasure of many organisations of Barak Valley. Distict Congress has also raised various questions on this issue. All these have invited the wrath of BJP. State Cabinet minister Parimal Suklabaidya indicated that it is due to a section of politicians and contractors that has resulted in the untimely demise of the mill. he alleged that it is them who have destroyed the mill by involving in all sorts of financial corruption.

But BJP District president Kaushik Rai directly blamed Late Santosh Mohan Dev for the miserable plight of the mill. He alleged that it was during the tenure of Santosh Mohan Dev as the Minister of Heavy Industries that the mill reached its worst stage.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker