India & World UpdatesBreaking News

উত্তর-পূর্বের ২৫ আসনেই জিতবে বিজেপি, আগরতলায় সর্বা
All 25 Lok Sabha seats in NE will be won by BJP, Says CM Sonowal

১৯ ডিসেম্বর : আগামী ২০১৯-র নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উত্তর পূর্বের ২৫টি আসনই  দখল করবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসবে। মঙ্গলবার আগরতলায় বিজেপি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি করেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

সর্বানন্দ বলেন, মিজোরামে দীর্ঘদিনের পুরনো কংগ্রেস দলের হারের পর বর্তমানে উত্তরপূর্ব কংগ্রেস মুক্ত হয়েছে। রাফালে চুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে সনোয়াল বলেন, কংগ্রেসের আনা অভিযোগ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত, ফলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেস বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ওপর মিথ্যা অভিযোগ এনেছিল। সনোয়ালের এই ত্রিপুরা সফর মূলত বিজেপির সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী। রাফালে চুক্তি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ৭০টি সাংবাদিক বৈঠক করবে বিজেপি, সভাপতি অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন। সে অনুসারে বিজেপি মুখ্যমন্ত্রীরা ভিন রাজ্যে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় প্রমাণ হয়ে গিয়েছে যে, রাফালে নিয়ে রাহুল গান্ধী ও তাঁর সঙ্গীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বদনাম ছড়িয়ে দিচ্ছেন। অথচ কংগ্রেস সরকার প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময় থেকে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। তা চলেছে মনমোহন সিংয়ের সময় পর্যন্ত। পরক্ষণেই তাঁর মন্তব্য, মানুষ স্বচ্ছ প্রশাসনের জন্য বিজেপিকে ভোট দেবেন। আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। এতে কোনও সন্দেহ নেই।

December 18: Bharatiya Janata Party (BJP) would win all 25 Lok Sabha seats in the Northeast in 2019 general elections and form the government at the Centre for a second term under Prime Minister Narendra Modi with a overwhelming majority. This was claimed by Assam Chief Minister Sarbananda Sonowal on Tuesday while while addressing the media persons at the BJP headquarters in Agartala, Tripura.

Sonowal said with the defeat of the Grand Old Party (Congress) in Mizoram, the Northeast region had now become “Congress-mukt”. Welcoming the Supreme Court verdict that ruled out a court-monitored probe on Rafale deal, Sonowal said the judgment had proven Congress-sponsored lies against BJP-led National Democratic Alliance (NDA) government. Sonowal’s Tripura trip is part of a previous announcement by BJP president Amit Shah where he said that BJP CMs would visit other states to hold 70 press conferences about Rafale deal in different parts of the country.

The Chief Minister said that the Supreme Court verdict on Rafale has proven that Rahul Gandhi and his associates were spreading lies about central government. He also claimed Congress governments were involved in corruption since the time of Jawaharlal Nehru and it continued under Prime Minister Manmohan Singh. Saying so, he said that people will vote for BJP for good governance. Prime Minister Narendra Modi will be PM again. There is no doubt about it.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker