Barak UpdatesBreaking News

১৩ নভেম্বর সিআরপিসিসি-র গণমিছিল, হবে পথসভা, কমিটি গঠন
CRPC to held mass rally, street meetings & formation of new committee.

৮ অক্টোবরঃ এনআরসি ইস্যুতে আগামী ১৩ নভেম্বর শিলচরে গণমিছিল করার উদ্যোগ নিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি, আসাম। একে সফল করে তুলতে মাঠে নামছেন কমিটির কর্মকর্তারা। শীঘ্র শুরু হবে পথসভা, ব্লক কমিটি গঠন। সোমবার যৌথ আন্দোলন পরিচালন সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, আশিষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, বিশ্বজিত দাস, সাধন পুরকায়স্থ, শিহাবউদ্দিন আহমেদ, লুৎফুর রহমান, সনৎ কৈরী, প্রদীপ কুমার দেব, অজয় রায়, ভবতোষ চক্রবর্তী, রফিক আহমেদ, তমোজিৎ সাহা, ফারুক লস্কর প্রমুখ । আমসুর জেলা সভাপতি নাজির হুসেন লস্করও এ দিন পরিচালন সমিতির সভায় যোগদান করে আগামী দিনে একসাথে কাজ করার আশ্বাস দেন । কমলাক্ষ দে পুরকায়স্থ এই আন্দোলনে সক্রিয় থাকবেন বলে ঘোষণা করেন । পরিচালন সমিতি বরাকের সমস্ত বিধায়কদের ওইসব দাবি আদায়ে সরব হতে আহ্বান জানান। অন্যথায় তাদের বাড়ির সামনে আগামীতে ধর্ণা প্রদর্শন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

পনেরোটি নথি সহ যে কোনও প্রামাণ্য নথিকে মান্যতা প্রদান, এনআরসি’র চূড়ান্ত খসড়া তালিকায় নাম থাকা ন্যূনতম ১০ শতাংশ নাগরিকের পুনঃপরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আবেদন প্রপত্র পূরণ স্থগিত রাখা, আবেদন পত্র  ন্যায়িক প্রক্রিয়ায় পরীক্ষা করার দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য গত ৩০ সেপ্টেম্বর করিমগঞ্জে অনুষ্ঠিত যৌথ পরিচালন সমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সূত্রেই গত ২ অক্টোবর তিন জেলা সদরে গণধর্না হয়।

 

October 8: On 13 November, Citizens Rights Protection Committee (CRPC), Silchar has taken the initiative to organise a mass rally at Silchar. So they would be starting the street meetings and formation of block committees very soon. This was decided in a joint meeting of the organizing committee held on Monday.

On Monday, various organizations and leaders of different political parties took part in a discussion.  They included MLA Karimganj Kamalakhya Dey Purkayastha, Central President of Banga Sahitto, Dr. Saurindra Kumar Bhattacharjee, Ashish Bhowmick, Subrata Bhattacharjee, Biswajit Das, Sadhan Purkayastha, Shihab uddin Ahmed, Luthfar Rahman, Santh Kairi, Pradip Kumar Deb, Ajoy Roy, Bhabotosh Chakraborty, Rafique Ahmed, Tamajit Saha, Farukh Laskar  among others. President AMSU Najir Hussain Laskar also participated in the said programme and assured all sorts of cooperation in the future. Kamalakhya Dey Purkaystha declared that he will paly an active part in this agitation. The organizing committee urged upon all the MLAs of the valley to strive hard for the realization of the goals, failing which demonstrations will be organized in front of the gate of their residence.

The main demands of CRPC are to treat the original 15 documents along with other documents as valid in establishing one’s citizenship, to nullify the decision of conducting a sample survey of 10 percent of the people whose names were already published in the final draft list of NRC, to stop filling up the claims form till the demands are met. A joint meeting in this regard held on 30 September at Karimganj unanimously approved these demands. It is in this connection that mass agitation was organized in the three districts of Barak Valley on 2 October.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker