Barak UpdatesBreaking News

রামকৃষ্ণ মিশনের যুব সম্মেলনে অংশগ্রহণ ৫০০ পড়ুয়ার
500 students participated in Youth Conference at Silchar Ramakrishna Mission

৩০ সেপ্টেম্বর: এবারও শিলচর রামকৃষ্ণ মিশনের যুব সম্মেলনে ব্যাপক সাড়া দেখা গেল। দুদিনের সম্মেলন উদ্বোধন হয়েছে সোমবার। চলবে মঙ্গলবার পর্যন্ত।স্কুলভিত্তিক অংশগ্রহণ ছিল এ দিন। বিভাগ ছিলঅষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত। ১ অক্টোবর মঙ্গলবার কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরের সম্মেলন হবে।


সোমবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দ ও আগরতলারা মিশনের সম্পাদক স্বামী হিতকামানন্দ ছিলেন আমন্ত্রিত বক্তা।তাছাড়া, শিলচর মিশনের সম্পাদক মহারাজ স্বামী গণধিশানন্দ, স্বামী বৈকুণ্ঠানন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। স্বামী হিতাকামানন্দ স্বামীজির শিকাগো বক্তৃতা একাগ্রমনা হয়ে পাঠ করার পরামর্শ দেন। এই ভাষণের নির্যাস যুবাদের উন্নয়নের সূত্র।

স্বামী সর্ব লোকানন্দ স্বামীজির ‘ম্যান মেকিং মিশন’ নিয়ে আলোচনা করেন। কাঁচাকান্তি বিদ্যমন্দিরের সঞ্চালক হরিহর চক্রবর্তী স্বামীজি, শিকাগো বক্তৃতা ও যুবাদের ওপরে এর প্রভাব নিয়ে আলোকপাত করেন। পড়ুয়াদের বক্তৃতা, আবৃত্তি, গান ইত্যাদি পারফরম্যান্সও ছিল। একটি ভাগে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেন মহারাজরা। আগাগোড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক অপ্রতিম নাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker