India & World UpdatesBreaking News

অযোধ্যা হামলার রায়, ৪ জনকে যাবজ্জীবন
4 persons sentenced to life imprisonment in Ayodhya attack case

১৮ জুনঃ শেষমেশ অযোধ্যা হামলার রায় ঘোষণা করল আদালত। মঙ্গলবার এলাহাবাদের বিশেষ আদালতের বিচারক দীনেশচাঁদ চারজনকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত চারজনের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। তবে অভিযুক্ত একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

Rananuj

২০০৫ সালের ৫ জুলাইয়ের ঘটনা৷ বিতর্কিত বাবরি মসজিদ-রাম জন্মভূমি এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি৷ সেইসঙ্গে আরও পাঁচ জঙ্গি হামলার চেষ্টা করে৷ এক ঘণ্টার লড়াইয়ে সিআরপিএফের গুলিতে পাঁচ জঙ্গির মৃত্যু হয়৷ তবে এই সংঘর্ষের মধ্যে পড়ে দুই নিরাপরাধ ব্যক্তি রমেশ পাণ্ডে ও শান্তি দেবীর মৃত্যু হয়৷ এছাড়া ৭ জওয়ান গুরুতর জখম হন৷

এই হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়৷ আক্রমণকারীরা লস্করের সদস্য বলে জানা যায়৷ পরে অবশ্য জইশ-ই-মহম্মদের জড়িত থাকার বিষয়টি সামনে আসে৷ ১৪ বছর আগের অযোধ্যা সন্ত্রাসবাদী হামলার অবশেষে রায় ঘোষণা হওয়ায় বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker