NE UpdatesBarak UpdatesBreaking News
এখনও সন্ধানহীন নিপকোর ৪ কর্মী, ফের উৎপাদন শুরু হতে লাগবে ৭ মাস4 NEEPCO employees still not found, 7 months more required to start production again
১৭ অক্টোবরঃ ১০ দিন পরেও সন্ধানহীন কপিলি জলবিদ্যুত প্রকল্পে আটকে পড়া চার কর্মী। জল-প্রলয়ের জন্য এতদিন উদ্ধার অভিযান শুরু করা যায়নি। এখন দুদিন ধরে দুর্যোগ মোকাবিলা বাহিনীর জাতীয় ও রাজ্য পর্যায়ের ৯০জন জওয়ান তাঁদের খুঁজে চলেছেন।
গত ৭ অক্টোবর ভোরে অসমের ডিমা হাসাও জেলার কপিলি জলবিদ্যুত প্রকল্পে পাইপ ফেটে জল-বিস্ফোরণ ঘটে। জলাধার থেকে ওই পাইপ দিয়েই প্রবল বেগে জল গিয়ে পড়ত টারবাইনে। সেখান থেকে চার ইউনিটে উতপাদন হতো ২০০ মেগাওয়াট বিদ্যুত। বিস্ফোরণের সময় টারবাইন হাউসে ঢুকে চার কর্মী সেই পাইপের ফুটো মেরামত করছিলেন। উদ্ধার অভিযানে জওয়ানরা তাই টারবাইন হাউসকেই গুরুত্ব দিচ্ছেন। লাগোয়া টিলাভূমি ধসে সেখানে প্রচুর মাটি জমেছে। যন্ত্রপাতি লাগিয়ে সতর্কতার সঙ্গে সেই মাটি সরানো হচ্ছে।
কপিলি জলবিদ্যুত প্রকল্পে দুটি জলাধার রয়েছে। কপিলি ও খানডুং। কপিলিতে বিপর্যয়ের দরুন খানডুংয়ের উতপাদনও বন্ধ রাখা হয়েছে। সেখানে ২ ইউনিটে ৫০ মেগাওয়াট বিদ্যুত তৈরি হয়। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (নিপকো)-র টেকনিক্যাল ডিরেক্টর ভিকে সিংহ জানান, পুরো প্রকল্পটি তছনছ হয়ে গিয়েছে। ফের উতপাদন শুরু করতে অন্তত সাত মাস লাগবে। খরচ পড়বে ৬৫০ কোটি টাকা।