Barak UpdatesAnalytics

চার শেষ, এ বার পাঁচের যাত্রা টিম ওয়েটুবরাকের
4 completed, team way2barak steps in the 5th year

আপনাদের সকলের প্রতি রইল বুকভরা ভালবাসা
We express our heartfelt love & regards to all

২৬ আগস্ট : আজ জন্মদিন। এই দিনেই অনেক পাঠক ও শুভানুধ্যায়ীর ভালবাসায় যাত্রা শুরু করেছিল নিউজ পোর্টাল ওয়েটুবরাক। ওই বছরটা ছিল ২০১৮। খুব ছোট্ট পরিসরে টিমের যাত্রা শুরুর মুহূর্তে সাক্ষী ছিলেন অনেকে। আজ চার বছর পেরিয়ে যাওয়ার পর সেই অর্থে পরিকাঠামো হয়তো বিশাল হয়ে ওঠেনি। কিন্তু এই পোর্টালের সঙ্গে জুড়ে গেছেন লক্ষ লক্ষ পাঠক। ভালবাসায় কাছে টেনে নিয়েছেন বরাক সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শুভানুধ্যায়ীরা। এই যাত্রাপথে গোটা টিমের সবচেয়ে বড় প্রাপ্তি হলো পাঠকের বিশ্বাসযোগ্যতা। আর তা রয়েছে বলেই নানা বাধা-বিপত্তি কাটিয়ে ওয়েটুবরাক এগিয়ে চলেছে।

এখন আমাদের কাছে অনেকেই খবর পাঠান। আমাদের হোয়াটস অ্যাপ নম্বর বা ই-মেলে বিভিন্ন ধরনের খবর আসে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিনিধিও ঘটনাস্থলে খবরের জন্য ছুটে যান। কিন্তু সব ধরনের খবরই পরিবেশনের আগে সব থেকে আগে যে বিষয়টি দেখা হয়, সেটা হচ্ছে সত্যতা। ব্রেকিং নিউজ দিতে গিয়ে অসত্য খবর পরিবেশন করার পক্ষপাতী ওয়েটুবরাক নয়। আমাদের পাঠকরা তা ভালভাবে বোঝেন বলেই আমাদের সঙ্গে রয়েছেন গত চার বছর থেকে। আবার কেউ বিজ্ঞাপন দিয়ে ওয়েটুবরাকের আর্থিক ক্ষেত্রকে সমৃদ্ধ করছেন। এজন্য পাঠক ও বিজ্ঞাপন দাতাদের প্রতি রইল আমাদের বুকভরা ভালবাসা।

ইদানীং ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে কাছাড় জেলা। টিমের প্রত্যেক সদস্য মারাত্মকভাবে বন্যার কবলে পড়েছেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে পড়েছিল। এর পরও ওয়েটুবরাক টিম তাদের পরিষেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এর আগে করোনা পরিস্থিতির সময় লকডাউন বা অন্যান্য সরকারি নীতি নির্দেশিকার মধ্য দিয়েই কাজ চালিয়ে গিয়েছে। আর আপনাদের আশিস নিয়ে গোটা টিম ওইসব কঠিন সময় পেরিয়ে আসতে পেরেছে। এই চলার পথে যারাই আমাদের সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ভবিষ্যতেও আমাদের চলার পথে আপনাদের সাহায্য চাই। আমাদের বিশ্বাস, সেই সাহায্য আপনারা করবেন। ভাল থাকুন আপনারা সবাই, এভাবে চলুক ওয়েটুবরাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker