India & World UpdatesBreaking News
ভারতে আটকে পড়াদের ফেরানোর উদ্যোগ নিল বাংলাদেশBangladesh takes initiative to take back its citizens stranded in India
২৯ মার্চ: করোনা ভাইরাসের জন্য ভারতে লকডাউন চলছে। তাই বন্ধ ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ । এই পরিস্হিতিতে অনেক বাংলাদেশি নাগরিক ভারতের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন । তাদের ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম নিজের এক ফেসবুক পোস্ট করে জানান,
‘ভারতে সব ধরনের যোগাযোগ বন্ধ। আমরা শুনতে পাচ্ছি, চিকিৎসা নিতে গিয়ে সেখানে কিছু বাংলাদেশি আটকা পড়েছেন৷ তাদের থাকতে অসুবিধা হচ্ছে।’ তিনি জানান, দূতাবাস ইতিমধ্যে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে৷ যারা এখনও জানাননি, তারা এক সাথে কতজন রয়েছেন, কোথায় আছেন, নাম, বয়স, পাসপোর্ট নম্বর, যোগাযোগের জন্য মোবাইল নম্বর ইত্যাদি দিল্লিতে অবস্থিত দূতাবাসে জানাতে পারেন। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের টেলিফোন নম্বর 85955-52494 অথবা মুম্বাই কন্সুলেট 98331 59936। যারা ইতিমধ্যে জানিয়েছেন, তাদের আবার জানানোর প্রয়োজন নেই।
পূর্ণ তালিকা পেলে বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে আনবে৷ আর এর আগে পর্যন্ত খেয়াল রাখা হবে, স্থানীয় কর্তৃপক্ষ যেন তাঁদের চাহিদার বিষয়গুলো দেখভাল করেন। আর যারা ফিরে আসতে চান তাদেরকে আশকোনা হাজি ক্যাম্পে এবং যারা চিকিৎসাধীন তারা কুর্মিটোলা বা অন্য হাসপাতালে ১৪ দিন কোয়রান্টিনে থাকতে হবে।