Barak UpdatesHappeningsBreaking News

জয় রাধে সেবা সমিতির ‘নারী শক্তি শারদ সম্মান’ প্রদান বুধবার

ওয়েটুবরাক, ২৫ ডিসেম্বর : ‘নারী শক্তি শারদ সম্মান, ২০২৩’ প্রদান করবে জয় রাধে সেবা সমিতি। শিলচর গান্ধী ভবনে এই সম্মাননা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর, বুধবার।

এদিন বিকেল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। নানা পেশায় নিয়োজিত সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের মধ্যে যাঁরা কর্মক্ষেত্রে সাফল্যের নজির গড়েছেন, নারীশক্তি জাগরণের পথ দেখাচ্ছেন—সেইসব লড়াকু নারীদের সম্মাননা প্রদান করবে জয় রাধে সেবা সমিতি। চিকিৎসক, বাস্তুকার, পুলিশকর্মী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে সম্মাননা প্রাপকের তালিকায় আছেন সমাজকর্মী, খবরের কাগজ বিক্রেতা, নবতিপর যোগ প্রশিক্ষক, নার্স, নৃত্য প্রশিক্ষক, সঙ্গীত শিল্পী, নাট্যকর্মী, ব্লাড ব্যাংকের কর্মী ইত্যাদি বিভিন্ন পেশায় নিয়োজিত মহিলারা।

মূলত নারী শক্তিকে সম্মান জানাতে এবং তাঁদের উৎসাহ বর্ধনের লক্ষ্যই এই পদক্ষেপ, জানান সমিতির কর্মকর্তা জয়দীপ চক্রবর্তী। তিনি উল্লেখ করেন, এবার থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেবা সমিতির।
তিনি আরও জানান, অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সম্মানিত অতিথি পুলিশের দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, বিশিষ্ট নিউরোসার্জন সম্বুদ্ধ ধর, সাহিত্যিক জয়া দেব, জেলা পরিষদের সিইও আর কে লস্কর এবং শিলচর ডনবস্কো স্কুলের শিক্ষিকা রুমলি ভট্টাচার্য।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে জয় রাধে সেবা সমিতি। এর আগে এই অঞ্চলের অন্তত ১০০ সংবাদকর্মী ও ৩৫টি সামাজিক সংগঠনকে রাজীব ভবন প্রেক্ষাগৃহে সম্মাননা প্রদান করে সেবা সমিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker