Barak UpdatesBreaking News

করিমগঞ্জে আটক ৩০ রোহিঙ্গা
30 Rohingiyas arrested at Karimganj by Assam Police

২১ জানুয়ারিঃ ৩০ রোহিঙ্গাকে আটক করল অসম পুলিশ। তারা বাসে চেপে আগরতলা থেকে গুয়াহাটি যাচ্ছিল। পথে চুরাইবাড়ি চেকগেটে রুটিন তল্লাশির সময় পুলিশের সন্দেহ হয়। নামিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে, এরা সবাই রোহিঙ্গা। ধৃতদের মধ্যে ১২জন শিশুও রয়েছে। বাকিরা ৯জন পুরুষ ও ৯জন মহিলা। তবে কোন পথ দিয়ে আগরতলায় ঢুকেছে বা গুয়াহাটি থেকে কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল, সে সব এখনও অস্পষ্ট। চুরাইবাড়ি পুলিশ জানিয়েছে, জেরা চলছে। পদস্থ কর্তারাও চুরাইবাড়ির পথে।

এ দিকে, গত দুদিন ধরেই রোহিঙ্গা ইস্যুতে ত্রিপুরা সরগরম। ভারত-বাংলাদেেশ সীমান্তে ত্রিপুরা রাজ্যের রায়মুড়া এলাকায় ৩১জন রোহিঙ্গাকে পাওয়া যায়। এলাকাটি কাঁটাতারের বাইরে হলেও ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত। বিএসএফ-এর অভিযোগ, বিজিবি তাদের সীমান্তের ওপার থেকে ধরে রায়মুড়ায় নিয়ে ছেড়ে দিয়েছে। বিজিবি তা অস্বীকার করে বিএসএফের কাঁধেই দায় চাপাচ্ছে। এ নিয়ে দুই রাষ্ট্রের সীমান্ত রক্ষীদের কমান্ড্যান্ট পর্যায়ের বৈঠক হলেও সমাধান বেরোয়নি। মানবিক কারণে বিএসএফ তাদের খাবার দিচ্ছে। থাকার জন্য তাবুর ব্যবস্থা করে দিয়েছে। ডাক্তার পাঠিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষাও করেছেন ভারতের সীমান্ত রক্ষীরা।

অনুমান, চুরাইবাড়িতে ধৃত ৩০জনও ওই পথেই আগরতলায় প্রবেশ করেছিল।


January 21: Assam Police arrested 30 Rohingiyas. They were on their way to Guwahati from Agartala by bus. However, during routine checking at Churaibari Gate, police became suspicious of their activity. On being grilled further, truth came out. They confessed that they were all Rohingiyas. There are also 12 children among them. Apart from the 12 children, there were 9 men and 9 women.

But police is yet to ascertain the route through which they entered Agartala or where in Guwahati they were proceeding. Churaibari police informed that the interrogation was on for further details. High officials of the police are also on their way to Churaibari


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker