India & World UpdatesBreaking News
হাঁটতে গিয়ে ম্যানহোলে পড়ে গিয়েছে ৩ বছরের শিশু, চলছে উদ্ধার3-year old child falls in manhole, rescue operation in progress
১১ জুলাই : ফের ম্যানহোলে পড়ে গিয়েছে ৩ বছরের শিশু। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। বুধবার রাত ১০টা ২৪ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ের আম্বেদকরনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। ৩ বছরের একটি শিশু দুর্ঘটনাক্রমে ফুটপাতের কাছাকাছি একটি ম্যানহোলে পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি শিশুটিকে।
শিশুটি বাড়ি থেকে বেরিয়ে ফুটপাতের রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ শিশুটি বাড়ির দিকে ফেরার জন্য মোড় নিতেই সে ওই ম্যানহোলে পড়ে যায়। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে ধরা পরেছে এই পুরো ঘটনাটি। বুধবার সকাল থেকে মুম্বইয়ে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলার সম্ভবনা রয়েছে। প্রায় ৬৪.৫ -১১৫.৫ মিলিলিটার বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। উল্লেখ্য, বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গিয়েছে শহরের রাস্তায়। ফলে জল জমে থাকা রাস্তায় ম্যানহোল বুঝতে না পেরে শিশুটি পড়ে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে।