CultureBreaking News
রবিবার থেকে তিন দিনের গানমেলা শিলচরে3-day Song Fair (Gaan Mela) to start on Sunday
২৯ ডিসেম্বর : ইংরেজি নতুন বছর বরণের নামে যে বেলেল্লাপণা চলে, তার বিরুদ্ধে বাঙালির সংস্কৃতিকে জাগিয়ে তুলতেই মূলত পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল গান মেলা। দেখতে দেখতে এ বার গানমেলা সপ্তম বর্ষে পা দিয়েছে। শহরের নামি দুটি সংস্থা সমকাল ও স্বরলিপির যৌথ উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সামনে তিন দিনের গানমেলা শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর সকাল থেকে।
গান মেলা অর্থাৎ গানেরই অনুষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত গান আর গান। অনেকেই আসেন, প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও উপস্থিতি মন্দ হয় না। মঞ্চে গান চলে, সঙ্গে থাকে আড্ডা। আবার পরিবেশটাকে সাজিয়ে তুলতে বিভিন্ন স্টল রাখা হয়। এতে খাবার দাবারের আইটেম যেমন থাকে, তেমনি ফটোগ্রাফির স্টল, কাপড় বা হাতে তৈরি বিভিন্ন সাজ-সরঞ্জাম নিয়ে বিভিন্ন ক্লাব ও সংগঠন হাজির হয়। ফলে গানমেলার প্রতি সন্ধ্যায় এক নান্দনিক পরিবেশই উপহার দেন আয়োজকরা। তবে দিনের বেলা একেবারেই ম্যাড়ম্যাড়ে থাকে অনুষ্ঠান। হয়তো আগের বারের অভিজ্ঞতা নিয়ে নতুন আঙ্গিকে সেজে উঠবে গানমেলা।
গানমেলা সপ্তম বর্ষে পা দিলেও আর্থিক দুরবস্থার জন্য এর আয়োজনে প্রচণ্ড সমস্যার মুখে পড়েছেন উদ্যোক্তারা। ‘কোনও স্পনসর এগিয়ে আসেন না। ফলে নিজেদেরই অর্থের ব্যবস্থা করতে হয়। কিন্তু ইংরেজি বর্ষবরণের রাতে সুস্থ সংস্কৃতি চর্চার জন্য অনেক অসুবিধের মধ্যেও এই মেলা তাঁরা চালিয়ে যাচ্ছেন, বলেন গানমেলা কমিটির কার্যকরী সভাপতি অরিন্দম ভট্টাচার্য।
এদিকে, ৩০ ডিসেম্বর সন্ধ্যায় একটি কীর্তনের অনুষ্ঠান সবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে। পাশাপাশি এ দিন থাকবে শিশুমেলাও। পরদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ত্রিপুরার পিন্টু বাউল ও সঞ্জয় বাউলের সঙ্গীতানুষ্ঠান থাকবে। সব মিলিয়ে প্রায় ২০০ শিল্পী তিন দিনে অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।