Barak UpdatesCultureBreaking News
রজত জয়ন্তী বর্ষে তিনদিনের প্রতিযোগিতা নৃত্যায়নের3-day multifarious competitions organised on the occasion of Silver Jubilee of Nrittayan
২৬ অক্টোবর : ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনদিনের প্রতিযোগিতামূলক কর্মসূচি করছে নৃত্যায়ন শিলচর। ৩, ১০ নভেম্বর নাজিরপট্টি গোলদিঘি মলে ও ১২ নভেম্বর পার্করোডের গান্ধীভবনে আয়োজিত হবে অনুষ্ঠান। শিশু বিভাগ (দ্বিতীয় শ্রেণি পর্যন্ত), ক বিভাগ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি), খ বিভাগ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), গ বিভাগ ( নবম থেকে উচ্চমাধ্যমিক), ঘ বিভাগ (স্নাতক-স্নাতকোত্তর) ইত্যাদি ক্যাটেগরিতে হবে প্রতিযোগিতা। থাকছে বসে আকো, মেহেন্দি, ফেস পেন্টিং, যেমন খুশি সাজো, সৃজনশীল নৃত্য, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, গৌড়ীয় নৃত্য প্রতিযোগিতা
এক সাংবাদিক বৈঠক ডেকে অনুষ্ঠানের ব্যাপারে জানিয়েছেন নৃত্যায়নের কর্মকর্তা সম্পাদক চন্দন মজুমদার, চন্দ্রিমা মজুমদার, অজয় রায়, গোরা চক্রবর্তী, পুলক দাস প্রমুখ। চন্দন মজুমদারের কথায়, অনুষ্ঠানমালার অঙ্গ হিসেবে রয়েছে গুণিজন সংবর্ধনা। পাশাপাশি বরাকের সংস্কৃতি জগতের দিশারীদের স্মরণ করা হবে প্রতিযোগিতার মধ্য দিয়ে। স্মৃতিচারণ করা হবে বীরেন্দ্রলাল ভৌমিক, সরস্বতী মজুমদার, মুকুন্দ দেবনাথ, ফণী দাশগুপ্ত, মুকুন্দদাস ভট্টাচার্য, রক্তিম দাস, কল্যাণী দেব, দুর্গা দাসরায়, ভক্তিময় দাশগুপ্ত, মৃত্যুঞ্জয় মজুমদার, কালিকাপ্রসাদ ভট্টাচার্য, চামেলি করের মতো সাংস্কৃতিক পথপ্রদর্শকদের।
চন্দনবাবু আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্তের চূড়ান্ত সময়সীমা ২৬ অক্টোবর। প্রবেশমূল্য ১০০ টাকা। এ দিকে, সংস্থার সহসভাপতি অজয় রায় বলেন, নৃত্যায়ন তাঁর সাংস্কৃতিক ভাবনার মঞ্চায়নের মাধ্যমে শুরু থেকেই সমাজের নানা পরিস্থিতির ব্যাপারে তুলে ধরেছে। এ বারও ব্যতিক্রম নয়। কর্মসূচিতে মিলবে তার বাস্তব প্রতিফলন। সভানেত্রী ডা: মণিকা দেব তিনদিনের প্রতিযোগিতার সফলতা কামনা করেন। চেয়ে নেন সংস্কৃতি প্রেমীদের সহযোগিতাও।