Barak UpdatesBreaking News

অরণ্যের পুষ্প প্রদর্শনীর উদ্বোধন, চলবে তিনদিন
3-day long Flower Show by ‘Aranya’ inaugurated

১ ফেব্রুয়ারিঃ ফুলের সৌন্দর্য ও তার সুবাস জীবনকে উৎফুল্ল রাখে। প্রকৃতির এই সৃষ্টি আমাদের আনন্দ দেয় অবিরাম। তাই পুষ্প প্রদর্শনীর গুরুত্ব রয়েছে। মানবসমাজেরই দায়িত্ব নানা প্রজাতির ফুলকে বাঁচিয়ে রাখা। তা ছাড়া, আমাদের আবেগ-অনুভূতি আর ভালোবাসার সঙ্গেও ফুলের সম্পর্ক যুগ যুগ ধরে। বৈদিক মন্ত্র উচ্চারণ করেই শেষ হয় না। দেবদেবীর চরণে পুষ্পাঞ্জলি না দিলে পুজোটাই যেন অধরা। ফলে সব দিক দিয়েই ফুলের চাহিদার তুলনা নেই।

শিলচর নরসিং টোলা ময়দানে  বৃহস্পতিবার একটি পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের অনুভূতি তাই বুঝিয়ে দিল। তিনদিনের এই ইভেন্টের ব্যবস্থাপনায় রয়েছে পরিবেশ বান্ধব সামাজিক সংগঠন ‘অরণ্য’। বর্ষীয়ান কবি-সাংবাদিক অতীন দাশ, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, ওয়ার্ড কমিশনার বীরব্রত রায় প্রমুখ অতিথিরা তাঁদের নিজস্ব উপলব্ধিকে তুলে ধরেন।

তবে শুধু কথায় নয়,  ‘আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা’, ‘ফুল গাছটি লাগইছিলাম’ ইত্যাদি গানে প্রদর্শনী ও প্রতিযোগিতার প্রাসঙ্গিকতাকে ফুটিয়ে তোলেন বাংলা গানের দল গানমহলের শিল্পীরাও।

ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে আমন্ত্রিত অতিথিরা  বাহারি ফুলে ভরপুর এই পুষ্প প্রদর্শনীরউদ্বোধন করেন। স্বাগত ভাষণে পুষ্পমেলা আয়োজনের পেছনে সম্মিলিত প্রয়াসের কথা উল্লেখ করেন সংগঠনের সভানেত্রী চন্দনা পুরকায়স্থ। সম্পাদক প্রদীপ চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী স্বর্ণালী চৌধুরী, সমাজকর্মী কমল সারদা সহ অন্যরাও শামিল ছিলেন। তবে, শিলচরে ফুলের চাহিদা থাকা সত্ত্বেও প্রথম দিনের উপস্থিতি নিরাশ করেছে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker