Barak UpdatesBreaking News
অরণ্যের পুষ্প প্রদর্শনীর উদ্বোধন, চলবে তিনদিন3-day long Flower Show by ‘Aranya’ inaugurated
শিলচর নরসিং টোলা ময়দানে বৃহস্পতিবার একটি পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের অনুভূতি তাই বুঝিয়ে দিল। তিনদিনের এই ইভেন্টের ব্যবস্থাপনায় রয়েছে পরিবেশ বান্ধব সামাজিক সংগঠন ‘অরণ্য’। বর্ষীয়ান কবি-সাংবাদিক অতীন দাশ, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, ওয়ার্ড কমিশনার বীরব্রত রায় প্রমুখ অতিথিরা তাঁদের নিজস্ব উপলব্ধিকে তুলে ধরেন।
তবে শুধু কথায় নয়, ‘আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা’, ‘ফুল গাছটি লাগইছিলাম’ ইত্যাদি গানে প্রদর্শনী ও প্রতিযোগিতার প্রাসঙ্গিকতাকে ফুটিয়ে তোলেন বাংলা গানের দল গানমহলের শিল্পীরাও।
ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে আমন্ত্রিত অতিথিরা বাহারি ফুলে ভরপুর এই পুষ্প প্রদর্শনীরউদ্বোধন করেন। স্বাগত ভাষণে পুষ্পমেলা আয়োজনের পেছনে সম্মিলিত প্রয়াসের কথা উল্লেখ করেন সংগঠনের সভানেত্রী চন্দনা পুরকায়স্থ। সম্পাদক প্রদীপ চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী স্বর্ণালী চৌধুরী, সমাজকর্মী কমল সারদা সহ অন্যরাও শামিল ছিলেন। তবে, শিলচরে ফুলের চাহিদা থাকা সত্ত্বেও প্রথম দিনের উপস্থিতি নিরাশ করেছে।