NE UpdatesIndia & World UpdatesCultureBreaking News

কলকাতায় শুরু তিনদিনের বিশ্ব সিলেট উৎসব
3-day Biswa Sylhet Utsab started at Kolkata

২৭ ডিসেম্বর:  তিনদিন ব্যাপী তৃতীয় বিশ্ব সিলেট উৎসব বৃহস্পতিবার কলকাতায় শুরু হয়েছে৷ দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটিরা অংশ নিচ্ছেন৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

Rananuj

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, পরিবেশমন্ত্রী মোহাম্মদ শাহাবউদ্দিন, ভারতের ছত্তিশগড় রাজ্যের প্রাক্তন রাজ্যপাল শেখর দত্ত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, সিলেটের মেয়র আরিফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রধান সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাসউদ্দিন, অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. ভীষ্ম দেব, আসামের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. অমলেন্দু চক্রবর্তী প্রমুখ। এ ছাড়া উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অর্থনীতিবিদ বিবেক দেবরায় এবং লোকসভার সদস্য মালা রায় ও রাজদীপ রায়।

উৎসবের দ্বিতীয় দিন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ সন্ধ্যা। এ পর্বে থাকছে সেমিনার, প্যানেল ডিসকাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথের সিলেট সফরের শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ সিরিজ সেমিনারে অংশগ্রহণ করবেন অধ্যাপক ড. ভীষ্ম দেব (রবীন্দ্রনাথের সিলেট ভ্রমণ), অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম (শান্তিনিকেতনে সিলেট ভ্রমণের প্রভাব), অধ্যাপক ড. জাফির সেতু (সিলেটে রবীন্দ্রচর্চা: শতবর্ষের নিরিখে ১৯১৩-২০১৩), অধ্যাপক ড. অমলেন্দু চক্রবর্তী (রবীন্দ্রনাথ ও সিলেটি সংস্কৃতি), অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায় (রবীন্দ্র লেখনীতে বিভিন্ন অঞ্চলের প্রভাব), দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তফিজ শফি (রবীন্দ্রনাথ: আজকের আলোকে)।

সমন্বয়ক হিসেবে থাকছেন অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমেদ (আমেরিকা)। সঞ্চালনায় থাকছেন রক্তিম দাশ (কলকাতা)। উৎসবে ‘কালচারাল হেরিটেজ অব সিলেট’ বিষয়ক প্যানেল ডিসকাশনেরও আয়োজন করা হয়েছে। সিলেটি সাহিত্য ও এর সূত্র নিয়ে কথা বলবেন ড. মোস্তাফা বাহার চৌধুরী, সিলেটি পঞ্চকবি ও অন্যান্য কৃতি সিলেটিদের নিয়ে কথা বলবেন রাশেদা কে চৌধুরী, সিলেটি নাগরী ও সিলেটি কৌতুক নিয়ে বলবেন ড. অমলেন্দু চক্রবর্তী, সিলেট ও আসাম নিয়ে কথা বলবেন নাসির চৌধুরী এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সিলেটীদের ভূমিকা নিয়ে কথা বলবেন কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিল্পীবৃন্দ। যুক্তরাজ্য থেকে হিমাংশু গোস্বামী, সিলেট থেকে উৎপলা দাস, রুমা নাগ, রানা সিংহ, লাভলি দেব, প্রতীক এন্দো এবং ভারতের জি সারেগামা বিজয়ী দেবজিৎ সাহা, অধ্যাপক মোহন সিং, নৃত্যশিল্পী সোনালী আচার্য, মিরাক্কেল বিজয়ী তপন দাস, মাদল, শ্রীভূমি প্রমুখ অংশ নেবেন৷ শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা নয়, উৎসবের এই তিনটি দিন কলকাতার বুকে উঠে আসবে মিনি সিলেট, এমনটাই আশা করেন দক্ষিণ কলকাতার সিলেট অ্যাসোসিয়েশানের সদস্যবৃন্দ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker