Barak UpdatesBreaking News
বঙ্গভবন গ্রন্থাগারের দ্বারোদঘাটন, স্মারক গ্রন্থ উন্মোচনLibrary inaugurated at Silchar Banga Bhavan
২৮ ডিসেম্বর : শিলচর বঙ্গভবনে শুক্রবার নতুন গ্রন্থাগারের দ্বারোদ্ঘাটন হল। একইসঙ্গে এ দিন শিলচরে অনুষ্ঠিত সুরমা সাহিত্য সম্মিলনীর দ্বিতীয় অধিবেশনের শতবর্ষ পূর্তি ও শ্রীভূমি পত্রিকা প্রকাশের শতবর্ষ উদযাপন সমিতির স্মারকগ্রন্থটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বনাথ রায়।
বঙ্গভবনের শেফালিকা রায় স্মৃতি প্রেক্ষাগৃহে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সভাপতি তৈমুর রাজা চৌধুরীর পৌরোহিত্যে আয়োজত এ দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক বিশ্বনাথ রায় বলেন, মধ্যযুগের শেষভাগ থেকেই বরাক উপত্যকায় বাংলা ভাষা ও সাহিত্যের পৃথক ঘরানা গড়ে উঠেছিল। কারণ ওই সময়ের বিভিন্ন নথিপত্রে তার পরিচয় পাওয়া যায়। তিনি বরাক উপত্যকার ইতিহাস নিয়ে আরও অনুসন্ধান চালানোর কথা বলেন।
এ দিন বাংলা সাহিত্য জগতের দুই প্রথিতযশা ব্যক্তিত্ব জগদীশ ভট্টাচার্য ও দেবীপদ ভট্টাচার্যের ব্যক্তিগত সংগ্রহে থাকা বইয়ের সম্ভার নিয়ে বঙ্গভবন গ্রন্থাগারের উদ্বোধন করেন জগদীশ ভট্টাচার্যের ছেলে ড. রঞ্জন ভট্টাচার্য এবং দেবীপদ ভট্টাচার্যের ছেলে শুভায়ু ভট্টাচার্য। এছাড়া বিশিষ্ট প্রাবন্ধিক আবিদ রাজা মজুমদারের ‘ভাষা আন্দোলনের স্মৃতি’ গ্রন্থটি উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী।
প্রসঙ্গত, শিলচর শহরে প্রথম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯১৪ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর। ওই সময়ই শ্রীভূমি পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এর সঙ্গে সঙ্গতি রেখেই বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। এ দিন সুরমা সাহিত্য সম্মিলনীর বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিশিষ্ট লোক গবেষক অমলেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, বরাক নিয়ে গবেষণা হলে আরও নতুন নতুন তথ্য সামনে আসবে।