Barak UpdatesBreaking News
হাইলাকান্দি জেলায় জল ঢুকেছে ২৪ গ্রামে24 villages in Hailakandi affected by fresh flood
১৩ জুলাইঃ হাইলাকান্দি জেলার মোহনপুর অঞ্চলে বাঁধ ভাঙনের দরুন নদীর জল জনপদে ঢুকে পড়েছে। তাতে হাইলাকান্দি জেলার বহু গ্রাম প্লাবিত হয়েছে। মোট ২৪টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০টি গ্রাম হাইলাকান্দি শহর, ১১টি লালা এবং ৩টি গ্রাম কাটলিছড়ায়। ৯৮ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সবের প্রেক্ষিতে জেলা পশুচিকিতসক আরএ লস্কর জানিয়েছেন, জেলায় ৫ হাজার ৩০০ জীবজন্তু এবং ৩ হাজার ৮০০ হাস-মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে।