Barak UpdatesHappeningsBreaking News
২৪ ঘণ্টার মধ্যে বরাকে এসে মমতাকে ঠুকলেন হিমন্ত
ওয়েটুবরাক, ১৮ এপ্রিল: নিজস্ব সংবাদদাতা, শিলচর, ১৮ এপ্রিল: নাগরিকত্ব ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসমে এসে বাঙালিদের না তাতাতে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার শিলচরে আয়োজিত জনসভায় মমতা ডি ভোটারদের ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। বৃহস্পতিবার কাছাড় জেলায় এক নির্বাচনী সভায় হিমন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হন। তিনি বলেন, তাঁর নিজের রাজ্যের অবস্থাই ঠিক নেই। সেখানে বিজেপির সুনামি বইছে। তাই তাঁর কথায় কান না দিতে এখানকার বাঙালি ভোটারদের পরামর্শ দেন অসমের মুখ্যমন্ত্রী। সঙ্গে এও বলেন, ভোট মিটে যাওয়ার ছয়মাস পরই বাঙালি হিন্দুদের মধ্যে যাদের নামে ট্রাইবুনালে মামলা রয়েছে, ভোটার তালিকায় ডি চিহ্নিত হয়ে রয়েছেন, তাঁদের সমস্যার সমাধান হবে।
তিনি অসমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে ১২৫০ টাকা জমা করার অরুণোদয় প্রকল্পের কথা উল্লেখ করেও মমতার সমালোচনা করেন। বলেন, ওই বড় রাজ্যটিতে মহিলাদের দেওয়া হয় মাসে ৫০০ টাকা।
আসামের বিধানসভা ভোটে মমতার ১২৬ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণায় হিমন্তের প্রতিক্রিয়া, টাকা আছে, সব আসনে খেলতেই পারেন তাঁরা৷
মমতার সিএএ বিরোধিতা নিয়ে মন্তব্য করেন অসমের নগরোন্নয়ন মন্ত্রী অশোক সিংহল। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি করেন। তাই উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব প্রদানকে মেনে নিতে পারছেন না।