CultureBreaking News

কিংবদন্তি কণ্ঠশিল্পী দ্বিজেন মুখোপাধ্যার প্রয়াত
Legendary singer Dwijen Mukhopadhyay no more

২৪ ডিসেম্বর : মহালয়ার ভোরে যে গানটি শুনে আমাদের সকাল শুরু হয়, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিনী…. সেই প্রবাদ প্রতীম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় প্রয়াত হলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রখ্যাত এই সংগীতশিল্পী সোমবার তাঁর কলকাতার সল্টলেকের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯১ বছর।

বেশ কয়েক মাস ধরে কিডনির রোগে ভুগছিলেন বাংলা গানের প্রবাদপ্রতীম এই শিল্পী। গত সেপ্টেম্বরেও ফুসফুসে সংক্রমণ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার পর থেকে নিয়মিত ডাক্তারদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। এদিন বেলা পৌনে দুটো নাগাদ তিনি প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলায়।

আধুনিক ও জনপ্রিয় বাংলা গানের কিংবদন্তী নাম তিনি। শুধু বাংলাতেই নয়, হিন্দিতেও বহু গান গেয়েছেন। তাঁর সমান কদর এপার বাংলা ও ওপার বাংলায়। সলিল চৌধুরীর সুরে শিল্পীর কালজয়ী কিছু গান চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। অল ইন্ডিয়া রেডিওর মহালয়া অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’-তে তাঁর কন্ঠের বিখ্যাত গান ‘জাগো দুর্গা’ ভোলার নয়।

সারা জীবনে ১৫০০-এরও বেশি গান রেকর্ড করেছেন। তার মধ্যে প্রায় ৮০০ গানই রবীন্দ্রসঙ্গীত। ২০১০ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ২০১১ সালে তাঁকে দেওয়া হয় বঙ্গবিভূষণ সম্মান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker