Barak UpdatesBreaking News

শিলচরের ২১ বন্দিকে ফিরিয়ে নিল বাংলাদেশ
21 Bangladeshi nationals deported from Silchar jail

১৯ জানুয়ারিঃ শিলচর জেলের ২১জন বন্দিকে ফিরিয়ে নিল বাংলাদেশ। শনিবার ভোরে করিমগঞ্জ পুলিশ কড়া নিরাপত্তায় তাদের শিলচর জেল থেকে নিয়ে যায়। তাদের মধ্যে ২ জন মহিলাও রয়েছেন। ধর্মীয় পরিচয়ে শুধু সিলেটের লিটনকান্তি দাস হিন্দু। বাকিরা সবাই মুসলমান।

Rananuj

শিলচর জেল সূত্রে জানা গিয়েছে, অনেকদিন ধরে তাদের ফেরানোর প্রক্রিয়া চলছিল। এরা বিভিন্ন সময়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে পুলিশ বা সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়ে। বিচার প্রক্রিয়ায় তারা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করে নিয়েছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি এখনও কার্যকর না হওয়ায় আদালত নির্দেশিত শাস্তিভোগের পরও তাদের শিলচর জেলে পড়ে থাকতে হয়। গত দুই বছর ধরে পর্যায়ক্রমে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। এর আগে তিন দফায় মোট ৩৪জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ২০১৬ সালের ১৩ অক্টোবর প্রথম যায় ১০জন। ১৭-র জানুয়ারিতে আরও ১৭জন। এর কিছুদিন পরে স্বদেশে ফেরে ৭জন।

করিমগঞ্জের পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানিয়েছেন, এ দিক থেকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বাংলাদেশের সবুজ সংকেত আসার পরই বেলা বারোটা নাগাদ তাঁদের নিয়ে রওয়ানা দেয় ভারতের সীমান্ত রক্ষীরা। ও দিক থেকে আসেন সিলেট ডিভিশনের বর্ডার গার্ড কর্তারা। জিরো পয়েন্টে সমস্ত কাগজপত্র পরীক্ষা হয়। এর পরই দেশের  মাটিতে পা রাখেন ২১ জন।

সিআরপিসি-র মহাসচিব সাধন পুরকায়স্থ বলেন, যারা বাংলাদেশি পরিচয় দিয়ে স্বদেশে ফিরতে চায়, তাদের ফেরানোর দায়িত্ব উভয় রাষ্ট্রের। শাস্তির মেয়াদ পেরিয়ে যাওয়ার পর জেলে আটকে রাখা মানবাধিকার লঙ্ঘনের সামিল। তাঁর কথায়, তিনি গত বছর ৫৪জনের তালিকা জমা করেছিলেন বাংলাদেশের গুয়াহাটিস্থিত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কাছে। তাদের মাত্র ২১জনকে ফেরানো হয়েছে। বাকিদেরও দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে তিনি অনুরোধ জানান।

January 19: Twenty-one Bangladeshi nationals were deported by Assam Border Police Force on Saturday from Sutarkandi Immigration Check Post in Karimganj District of Assam. There were 2 female among the 21 persons deported. Only one out of them named, Liton Kanti Das was a Hindu, rest all were Muslims by religion. All of them were lodged at Silchar Central Jail.

The deported Bangladeshi Nationals were identified as Md Nasir Hussain, Md Abdul Wahid, Md Khairul, Musst Jahida Begum, Musst Sufia Begum, Mihir Pebel Mia, Md Safique Islam, Md Saveel Ahmed, Md Ramjan Ali, Md Bablu Ahmed, Md Suman Fakir, Md Mausam Ahmed, Md Nazim Uddin, Ashraful Alam Choudhury, Md Tofique Ali, Md Raju Ahmed, Dilwar Hussain, Md Sukkur, Md Shamin Ahmed, Md Rubel Ahmed and Liton Kt Das,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker