India & World Updates
হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিলীপ কুমার
১২ জুন : পাঁচদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁর ব্যক্তিগত ট্যুইটার হ্যান্ডেলে পরিবারের তরফে পোস্ট করে একথা জানানো হয়েছে। অভিনেতার স্ত্রী সায়রা বানু বলেন, ফুসফুস থেকে জল বের করা হয়েছে। সকলে ওঁর সুস্বাস্থ্যের প্রার্থনা করুন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার।
তাঁর স্ত্রী সায়রা বানু জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তাই ঝুঁকি না নিয়েই রবিবার তাঁকে মুম্বইয়ের খারে ফিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এই অভিনেতাকে মে মাসে চেক আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর করোনা অতিমারিতে মার্চ মাসে দিলীপ কুমার হোম আইসোলেশন ছিলেন। তাঁর সঙ্গে স্ত্রীও ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গত রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সিনেমা জগতে দিলীপ কুমারের প্রবেশ দেবিকা রানির বম্বে টকিজ প্রযোজনা সংস্থার কর্মী হিসেবে। মাসিক ১২৫০ টাকার বিনিময়ে এই কাজ শুরু করেছিলেন তিনি। সেখানেই অশোক কুমার ও শশধর মুখোপাধ্যায়ের সান্নিধ্য পান। অভিনেতা দিলীপ কুমারের বলিউডে প্রবেশ ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে। বহু ছবির মাধ্যমে জনপ্রিয় হয়েছেন এই কিংবদন্তি।