India & World UpdatesBreaking News

আসাম-নাগাল্যান্ড সীমান্তে ২২ মে থেকে ৬০ দিন নৈশ কার্ফু
2 months night curfew in Assam-Nagaland frontier from 22 May

৯ মে : আসাম নাগাল্যান্ড সীমান্তে আগামী ৬০ দিনের জন্য নৈশ কার্ফু জারি করা হয়েছে। শিবসাগর সীমান্তবর্তী এলাকায় আগামী ২২ মে থেকে এই নৈশ কার্ফু বলবৎ থাকবে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে কার্ফু থাকবে পরদিন ভোর ৬টা পর্যন্ত। শিবসাগর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এই নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ অনুসারে শিবসাগর জেলার নাগাল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলে নৈশ কার্ফু জারি থাকবে।

ওই নির্দেশ বলা হয়েছে, সীমান্ত অঞ্চলে অসামাজিক কার্যকলাপ, উগ্রপন্থী হামলা ও অন্যান্য বেআইনি কাজকর্ম প্রতিরোধের ঊদ্দেশ্যে ৬০ দিনের এই নৈশ কার্ফুর কথা ঘোষণা করা হয়েছে। নির্দেশে আরও বলা হয়, কার্ফু চলাকালীন সময়ে কোনও ব্যক্তি বা যানবাহনের ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনী এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker