NE UpdatesIndia & World UpdatesAnalytics
দু’দিনের জন্য ত্রিপুরা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
১৯ আগস্ট : দুদিনের জন্য ত্রিপুরা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর তিনি ত্রিপুরায় থাকবেন। এই সফরে রাষ্ট্রপতি ৯ সেপ্টেম্বর মহারাজা বীরবিক্রম কলেজের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে অংশ নেবেন। ১০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ১৯টি জনজাতি গোষ্ঠীর সমাজপতিরা দেখা করবেন বলে জানা গেছে। এরা রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলে জানা গেছে। তাছাড়া এ দিন সকালে উদয়পুরের মাতাবাড়িতে পুজো দিয়ে তিনি দিনের কার্যসূচি শুরু করবেন বলে জানা গেছে।
এর আগে গত ৬ আগস্ট ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁকে ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই রাষ্ট্রপতি ত্রিপুরা সফরে যাচ্ছেন বলে জানা গেছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, ২০০২ সালে দেশের ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ড. এপিজে আব্দুল কালামও ত্রিপুরায় গিয়ে পূর্বোত্তর সফর শুরু করেছিলেন। একইভাবে দ্রৌপদী মুর্মুও ত্রিপুরা সফর দিয়েই তাঁর পূর্বোত্তর পরিক্রমা শুরু করছেন।
ইতিমধ্যে রাষ্ট্রপতির সফরকে ঘিরে ত্রিপুরায় সাজো সাজো রব। রাজ্য সরকার এ নিয়ে নানা কার্যসূচি গ্রহণ করছে। মহারাজা বীরবিক্রম কলেজের মর্মর মূর্তির আবরণ ঊন্মোচনও রাষ্ট্রপতির হাত ধরে হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।