Barak UpdatesHappeningsBreaking News

CRPCC to conduct Barak-Brahmaputra Citizens Meet on 16 February
১৬ ফেব্রুয়ারি বরাক-ব্রহ্মপুত্র নাগরিক সভা করবে সিআরপিসিসি

১৯ জানুয়ারি: আসাম চুক্তির ৬ নং ধারাকে রাজ্যে সুকৌশলে চাপিয়ে দিয়ে ভাষিক সংখ্যালঘুদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, সম্পত্তি ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে৷ রবিবার সিআরপিসিসি’র সভায় এতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ।

উপস্থিত বক্তারা বলেন, আসামের উগ্র-প্রাদেশিকতাবাদীদের চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিপ্লব শর্মার নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্র। কমিটি ইতিমধ্যেই রাজ্য অসমিয়াভাষী, আদিবাসী ও অন্যান্য আদি বাসিন্দাদের জন্য চাকরি, সম্পত্তি ও পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা ও লোকসভার আসন সংরক্ষণ ইত্যাদি ব্যাপারে কিছু বিশেষ সংগঠনের মতামত জানতে চেয়েছে । অথচ আসামে আদিবাসী বা ভূমিপুত্র কারা তা নির্ধারিত হয়নি । এই পরিস্হিতিতে এধরনের সিদ্ধান্ত রাজ্যের জনগণকে আরো বিভক্ত করে দেবে । বিশেষ করে রাজ্যের ভাষিক সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেবে বলে তাঁরা আশঙ্কা করছেন৷

এই অপচেষ্টার বিরুদ্ধে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার জনগণকে ঐক্যবদ্ধ করতে আগামী ১৬ ফেব্রুয়ারি একটি নাগরিক সভা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও কেন্দ্র সরকার, আসামের রাজ্যপাল সহ বরাক উপত্যকার নির্বাচিত প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নিকটও স্মারকপত্র প্রদান করা হবে । এছাড়াও এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে একটি পুস্তিকা তৈরি করা ও তা জনগণের মধ্যে বিলি করারও সিদ্ধান্ত হয়েছে৷

সিআরপিসিসি’র উদ্যোগে গঠিত যৌথ পরিচালন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এদিনের সভায় পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি তপোধীর ভট্টাচার্য৷ এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য, কো- চেয়ারম্যান সাধন পুরকায়স্থ, নীলাদ্রি রায়, নিরঞ্জন দত্ত, সুব্রত চন্দ্র নাথ, দীপঙ্কর ঘোষ, পার্থরঞ্জন চক্রবর্তী, অধ্যাপক প্রসেনজিৎ বিশ্বাস, শান্তি কুমার সিংহ, আইনজীবী সৌমেন চৌধুরী, রূপম নন্দী পুরকায়স্থ, রফিক আহমেদ, নির্মল কুমার দাস, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker