Barak Updates

বাংলাদেশের কুমিল্লায়ও বন্যা

ওয়েটুবরাক, ২১ আগস্ট: গোমতী নদীর জলস্ফীতিতে বাংলাদেশে সহস্রাধিক পরিবারের মানুষ চরম দুরবস্থায়৷ তাদের ঘর তলিয়ে গেছে। তাছাড়া অন্তত ৪ হাজার হেক্টর চরের জমির ফসল নষ্ট হয়েছে৷ বাসিন্দারা জানান, গেল ১০ বছরের বেশি সময় পর এ বছরই গোমতীর জল এত বৃদ্ধি পেয়েছে।

Rananuj

বুধবার বিকেল পর্যন্ত কুমিল্লা গোমতী নদীর আদর্শ সদর উপজেলার বানাশুয়া,পালপাড়া, রত্নবতী, টিক্কারচর, জালুয়াপাড়া, বুড়িচং উপজেলার ভান্তি, কিংবাজেহুড়া, শিমাইলখাড়া, পূর্বহুড়া, নানুয়ারবাজার, মিথলাপুর, গোবিন্দপুর, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া এলাকায় ঘুরে দেখা যায়, চরের হাজার একর সবজি ক্ষেত ডুবে গেছে।

বিশেষ করে কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুড়া গ্রামটি সকাল থেকে জলমগ্ন। গ্রামটির চারশ পরিবারের লোকজন ঘরে আটকে আছে। ওই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

একজন ওয়ার্ড ইউপি সদস্য বলেন, ‘এর আগেও আমরা এমন বিপদে পড়েছি। কিন্তু শতবার বলার পরও চেয়ারম্যান বা উপজেলা প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। গোমতি নদী ঘেঁষা আমাদের গ্রামে নেই কোনো আশ্রয়ন কেন্দ্র। এখন সবাই ঘরবন্দি। কোনো খাবারে ব্যবস্থা নাই, ওষুধ নাই, জল নাই। এখন পর্যন্ত উপজেলা প্রশাসন থেকে কেউ আসে নাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker