Barak Updates
জাল সার্টিফিকেট দিয়ে ভোটে লড়ায় গ্রেফতার জেলা পরিষদ সদস্য
১১ ফেব্রুয়ারি : পঞ্চায়েত নির্বাচনে প্রতিপক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেও শেষরক্ষা হল না। মাধ্যমিকের জাল সার্টিফিকেট জমা দিয়ে ভোটে লড়ার অপরাধে পুলিশ বিজয়ী কংগ্রেস জেলা পরিষদ সদস্য শুক্কুর হাজিকে গ্রেফতার করেছে।
উত্তর করিমগঞ্জের সাদারাশি লক্ষীবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুক্কুর হাজি। ভোটে লড়ে তিনি জয়ীও হন। কিন্তু পরবর্তী সময়ে তার বিরুদ্ধে সংস্কৃত বোর্ডের জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ ওঠে। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্টিফিকেট পাঠানো হয় বোর্ড ভেরিফিকেশনের জন্য। সোমবার বোর্ড থেকে ভেরিফিকেশনের রিপোর্ট আসে। তখনই স্পষ্ট হয়ে যায়, তিনি জাল সার্টিফিকেট জমা দিয়েই ভোটে লড়েছেন।
এ দিকে, সোমবার ছিল করিমগঞ্জ জেলা পরিষদের প্রথম সভা। এদিনই বোর্ড গঠনের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। ফলে এই জেলা পরিষদ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেখান থেকে তাকে ডেকে নিয়ে শুক্কুরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন খোদ জেলাশাসক। বিকেলে অবশ্য তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
অন্যদিকে, দলের বিজয়ী প্রতিনিধিকে গ্রেফতার করায় এ দিন জেলাশাসক কার্যালয়ের সামনে ধর্নায় বসেন কংগ্রেসিরা। এই ধর্নায় নেতৃত্ব দেন সিদ্দেক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ, সতু রায় প্রমুখ।