Barak UpdatesBreaking News
শিলচর সঞ্জয় মার্কেটে গণেশ পুজোর আকর্ষণ ১৩ ফুট প্রতিমা13 feet Ganapati idol at Silchar Sanjay Market will attract huge crowd
১ সেপ্টেম্বর : গণেশ চতুর্থী উপলক্ষে অন্য বছরের মতো এবারও শ্রী গনেশ পূজা ও মহোৎসব কমিটির ব্যবস্থাপনায় শিলচর সঞ্জয় মার্কেট প্রাঙ্গনে ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন ধরে গনেশ পূজা ও উৎসব অনুষ্ঠিত হবে। পুজো পরিচালনায় রয়েছে ত্রিধারা যুব সংঘ।
উৎসব কমিটির এবারের নবম বর্ষের পুজোয় বিশেষ আকর্ষণ হচ্ছে ১৩ ফুট উঁচু প্রতিমা। এই প্রতিমাটি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বনগাঁর বিশিষ্ট মৃৎশিল্পী গোপাল চক্রবর্তী।
আলোকসজ্জায় রয়েছেন বরাকের বিশিষ্ট আলোক শিল্পী অজিত দাস। দর্শনার্থীদের জন্য মণ্ডপের লাগোয়া দুটি বিশাল আলোর তোরণ তৈরি করা হয়েছে। মণ্ডপ সজ্জায় রয়েছেন স্থানীয় শিল্পী অনির্বাণ গুপ্ত। পুজোর চার দিন ধরেই থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকিরা ঢাকবাদ্যে এলাকা মুখর করে তুলবেন। পুজোর চারদিনই থাকবে সন্ধ্যারতি।
উৎসব কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরণের পাশাপাশি দর্শনার্থীদের জন্য লাড্ডু বিতরণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপত্যকার বিভিন্ন শিল্পীরা ভক্তিমূলক গান ও নৃত্যালেখ্য পরিবেশন করবেন। উল্লেখ্য, রবিবার ১ সেপ্টেম্বর পুজোর প্রতিমা ও মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজজি।