Barak UpdatesHappeningsBreaking News
ইন্ডিয়া ক্লাবের মাঠে আরণ্যকের বৃক্ষরোপণ
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : বৃক্ষরোপণ করে স্বাধীনতা দিবস উদযাপন করল শিলচরের সংগঠন ‘আরণ্যক’৷ ইন্ডিয়া ক্লাব ময়দানের ভেতরে দেওয়ালের পাশে ২০টি চারা রোপণ করেন তাঁরা৷ এর মধ্যে রয়েছে নিম, গোলাপ, জাম, আমলকি, হরিতকি ইত্যাদি৷ আরণ্যকের সদস্য শিবব্রত শর্মার স্ত্রী দীপামণি শর্মা ও সদস্য সৌরভ চৌধুরীর জন্মমাস উপলক্ষে স্বাধীনতা দিবসে তাঁরাই এই বৃক্ষ রোপণের বন্দোবস্ত করেন৷
প্রসঙ্গত, গত পরিবেশ দিবসে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে৷ তখন থেকেই বিভিন্ন দিনে তারা বৃক্ষরোপণ করে চলেছেন।
আরণ্যক সদস্যরা বলেন, পরিবেশ দূষণ মানবজাতির জন্য এক মারাত্মক হুমকি। জনসংখ্যা বৃদ্ধি এবং নির্বিচারে বৃক্ষ নিধনের দরুন কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে। কমছে অক্সিজেন। তাতে মানুষের শ্বাস নেওয়ার সমস্যা বাড়ছে। ফলে নানা শারীরিক জটিলতা ও মানসিক অস্থিরতা দেখা দিচ্ছে।
তাঁদের কথায়, প্রাচীন ভারতের গুরুকুল শিক্ষাব্যবস্থায় পরিবেশের এত বেশি দূষণ ছিল না। তথাপি তারা পরিবেশের দূষণ রোধে ও নির্মলতা রক্ষার জন্য বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যার মতো একাধিক কাজে অংশ নিত। কিন্তু বর্তমানে পরিবেশ দূষণে জর্জরিত হলেও তেমন ভাবে কারও অংশগ্রহণ চোখে পড়ে না। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যই বৃক্ষরোপণে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন তাঁরা৷