NE UpdatesAnalyticsBreaking News
12-hour hits normal life in Lower Assam১২ ঘণ্টার বনধে নিম্ন অসমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত
২৭ জানুয়ারি : সোমবার ১২ ঘন্টার আসাম বনধ-এ নিম্ন আসামে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজ্যের বিটিএডি ও অন্য তিনটি জেলার কিছু এলাকা নিয়ে কেন্দ্রশাসিত পরিষদ গঠনের বিরোধিতা করে বেশ কয়েকটি সংগঠন এ দিন বনধ ডেকেছে। এদিকে, সোমবার কেন্দ্র সরকার ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বড়োল্যান্ড অর্থাৎ এনডিএফবি-র আত্মসমর্পণকারী গোষ্ঠীগুলোর সঙ্গে অন্য একটি চুক্তি করতে প্রস্তুত হয়েছে খবরে জানা গেছে।
এই চুক্তির অঙ্গ হিসেবে কেন্দ্র সরকার বিটিএডি-র চারটি জেলা সহ অন্য তিনটি জেলার কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত পরিষদ গঠনের অনুমোদন জানাতে পারে। একটি সূত্রে জানা গেছে, শোণিতপুর, বিশ্বনাথ ও লখিমপুর জেলার কিছু অংশ ইউটিসির অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ডাকা বনধ আহবানকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে সারা কোচ রাজবংশী ছাত্র সংস্থা অর্থাৎ আক্রাসু, নাথ যোগী ছাত্র সংস্থা, সারা বড়ো সংখ্যালঘু ছাত্র সংস্থা অর্থাৎ এবিআমসু, সদ্য আদিবাসী ছাত্র সংস্থা, অবড়ো সুরক্ষা সমিতি এবং কলিতা জনগোষ্ঠী ছাত্র সংস্থা।
সংস্থাগুলো জানিয়েছে, ২৭ জানুয়ারি থেকে সরকার এই অঞ্চলে থাকা অবড়ো লোকদের সঙ্গে রাজনৈতিক পর্যায়ে আলোচনা না করা পর্যন্ত তারা ইউটিসি গঠনের বিরোধিতায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন।অন্য একটি সূত্রে বলা হয়েছে, বিটিএডিতে কেন্দ্রশাসিত পরিষদ গঠনের খবরটি সম্পূর্ণ ভুয়ো। সূত্রটি জানিয়েছে, সোমবার নয়াদিল্লিতে এনডিএফবি-র সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।