Barak UpdatesBreaking News
কাছাড়ে সচিত্র ভোটার তালিকা প্রকাশ করলেন জেলাশাসক11,89,667 persons will exercise their franchise in Cachar
৬ ফেব্রুয়ারি : কাছাড় জেলায় বুধবার সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলাশাসক লয়া মাদ্দুরী শিলচরে জেলাশাসকের সম্মেলন কক্ষে এ দিন এই তালিকা প্রকাশ করেন। এবারের ভোটার তালিকায় কাছাড় জেলায় মোট ১১ লক্ষ ৮৯ হাজার ৬৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬ লক্ষ ১৩ হাজার ৩১৪ জন পুরুষ ভোটার রয়েছেন এবং মহিলা ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৩৫৩।
Meeting with Political Parties on Publication of Photo Electoral Roll. pic.twitter.com/CDitJ7NssH
— Cachar District (@DistrictCachar) February 6, 2019
এ বার ভোটার তালিকা থেকে ১৭ হাজার ৪১৯ জন মানুষের নাম বাদ পড়েছে। তবে তালিকায় নতুন ভোটার হিসেবে এ বার ৬৯ হাজার ৬৮১ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে মোট ৪ হাজার ২০৭ জনকে। জেলাশাসক লয়া মাদ্দুরী জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই ভোটার তালিকায় নামের সংশোধন প্রক্রিয়া শুরু হবে।
এ দিকে, নির্বাচন কমিশন থেকে যে ওয়েব পোর্টাল nvsp.in চালু করা হয়েছে, তাতে যে কেউ সচিত্র ভোটার তালিকা দেখতে পারবেন বলে এ দিন জেলাশাসক জানিয়েছেন। তাছাড়া সংশোধনী প্রক্রিয়া সি-ভিজিল মোবাইল অ্যাপের মাধ্যমে করা যাবে। ভোটার তালিকা প্রকাশের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলাশাসক এ আর মজুমদার, জেলা নির্বাচনী আধিকারিক সুদীপ নাথ উপস্থিত ছিলেন।