NE UpdatesBarak UpdatesBreaking News
The only golden langur at Umananda dies
উমানন্দের সোনালি হনুমানটি মারা গেল

২৪ ফেব্রুয়ারি: গত শনিবার মারা গিয়েছে গুয়াহাটি উমানন্দ দ্বীপের একমাত্র সোনালি হনুমানটি। ব্রহ্মপুত্রের মধ্যে থাকা পাহাড়ি দ্বীপ উমানন্দ। সেখানে আছে শিবের মন্দির। বহু বছর আগে এক নেপালি দম্পতি মন্দিরে এক জোড়া সোনালি হনুমান দান করেছিলেন। সেই থেকেই বংশবিস্তার করে তারা। অতি বিপন্ন প্রজাতির সোনালি হনুমানের অন্যতম প্রধান আবাস হয়ে উঠেছিল উমানন্দ।
কিন্তু চার দিকে জল থাকা দ্বীপের সীমিত পরিসরে আবদ্ধ থাকা সোনালি হনুমানদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। কমতে থাকে তাদের সংখ্যা। ২০১১ সালে দ্বীপ থেকে তিনটি হনুমানকে ধরে চিড়িয়াখানায় আনা হয়। কিন্তু দ্বীপে থাকা একটি সোনালি হনুমান কিছুতেই ধরা দেয়নি। দ্বীপের পূজারি ও অন্যরাও হনুমান ধরা নিয়ে আপত্তি জানান। ফলে সে থেকে যায় উমানন্দে। উমানন্দের অন্যতম প্রধান আকর্ষণ সেই সোনালি হনুমানটি গত শনিবার মারা যায়।