Barak UpdatesHappeningsBreaking News
ব্যাংকে যাওয়ার পথে কর্মীকে হেনস্থা করল নিরাপত্তা রক্ষীরা, অভিযোগ এপিবিএ’রSilchar: Bank association alleges harassment by security persons while going to duty
২৬ মার্চ : কর্মস্থলে যাওয়ার সময় ব্যাংক কর্মীকে হয়রানি করার অভিযোগ আনল আসাম প্রভিশনাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এপিবিএ)। অভিযোগের আঙুল উঠল নিরাপত্তারক্ষীদের ওপর। আসলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার রাত ১২টা থেকে গোটা দেশ লকডাউন হয়েছে। তবে জরুরি পরিষেবা এর আওতায় আসছে না। অথচ এর বিরূপ চিত্র দেখা গেল শিলচরে। ব্যাংকেই যেতে পারেননি এক কর্মী। নিজের জীবন পণ রেখে যেসব কর্মী এই মুহূর্তে আমজনতার সেবায় নিয়োজিত আছেন, তাঁরাও রীতিমতো ভয় পেয়ে গেছেন এই ঘটনায়।
সংস্থার কাছাড় জেলা কমিটির সম্পাদক ধীরঞ্জন ভট্টাচার্য জানান, প্রতিদিনের মতো যথারীতি কর্মস্থলে যাওযার জন্য বের হোন কানাড়া ব্যাংক শিলচর ব্রাঞ্চের কর্মী এনজি ইবঙমোচা সিংহ। কিন্তু রাস্তায় যেতেই নিরাপত্তা কর্মীরা তাঁকে আটকান। ঘরে যেতে বলেন। তিনি ব্যাংক পরিষেবায় যুক্ত তাই জরুরি ভিত্তিতে যাচ্ছেন, এ কথা জানানোর পরও মানেননি নিরাপত্তা কর্মীরা। এমনকী আইডেন্টিটি কার্ড দেখিয়েও রেহাই মেলেনি। হয়রানি করা হয় তাঁকে। ইবঙমোচাকে পাঠিয়ে দেওয়া হয় ঘরে। তাঁর ওপর শারীরিক নিগ্রহেরও অভিযোগ রয়েছে। এই অবস্থায় ব্যাংক কর্মীদের নির্ভয়ে যাতায়াতের দাবি তুলেছে এপিবিএ। লিড ডেভেলপমেন্ট ম্যানেজারকে বিস্তারিত জানিয়ে স্মারকপত্রও দেওয়া হয়েছে সংগঠনের তরফে।