Barak Updates

শিলচরের ব্যবসায়ীদের কাছ থেকে ঋণের দরখাস্ত আহ্বান

ওয়েটুবরাক, ১১ নভেম্বর :— আসাম রাজ্য নগর জীবিকা মিশনের আওতায় শিলচর পুর এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে ঋণের দরখাস্ত আহ্বান করা হয়েছে। । শিলচর পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন, আবেদনকারীরা ৭ শতাংশ হারের সুদে সর্বোচ্চ ২ লক্ষ টাকা ঋণ পেতে পারেন এবং যৌথ আবেদনকারীরা সর্ব্বোচ্চ ১০ লক্ষ টাকা পেতে পারেন । আবেদন পত্র এবং প্রজেক্ট প্রস্তাব www.cachar.gov.in থেকে ডাউন লোড করা যাবে । আবেদন পত্র শিলচর পুরসভার বিপিন চন্দ্র পাল মেমোরিয়েল বিল্ডিংয়ের প্রথম তলায় আগামী ২২ নভেম্বরের  মধ্যে জমা দিতে হবে বলে শিলচর পুরসভার এক্সিকিউটিভ অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন l

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker