India & World UpdatesBreaking News
রাষ্ট্রায়াত্ত সংস্থায় ১ ফেব্রুয়ারি থেকে গরিব প্রার্থীদের সংরক্ষণ
10% reservation in Public Sector for upper caste from 1 February

২৯ জানুয়ারি : রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে এ বার সাধারণ সংরক্ষণের সুবিধা পেতে চলেছেন গরিব প্রার্থীরা। ১ ফেব্রুয়ারি থেকে এই নয়া নির্দেশ কার্যকর হচ্ছে। যদিও এ ব্যাপারে আগেই সংসদে বিল পাস হয়েছে। রাষ্ট্রপতিও এতে সিলমোহর দিয়ে দিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ৩৩৯টি রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে। এই সংস্থাগুলোকে সাধারণ সংরক্ষণের নির্দেশ জারি করেছে কেন্দ্র। বলা হয়েছে, গরিব চাকরি প্রার্থীদের জন্য ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তবে এ ব্যাপারে ১৫ দিন পর পর রিপোর্ট জমা দিতে হবে সংস্থাগুলোকে।
এতে এই সুবিধা পেতে কিছু শর্তও রয়েছে। চাকরি প্রার্থীর পরিবারের আয় বছরে ৮ লক্ষ টাকার নিচে হতে হবে। ৫ একরের কম কৃষি জমি থাকতে হবে। ফ্ল্যাট থাকলে তা ১০০০ বর্গফুটের কম হতে হবে। এদিকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাবড়েকর জানিয়েছেন, সব বিশ্ববিদ্যালয় ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষ থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবেন গরিব পরিবারের ছেলেমেয়েরা। অন্যদিকে, বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তফসিলি জনজাতি ও উপজাতি প্রার্থীদের অধিকার কর্তন হচ্ছে বলে বিরোধীরা যে অভিযোগ তুলেছেন, তা মোটেই ঠিক নয়। তফসিলিরা আগের মতোই সব সুবিধা পাবেন। এই ১০ শতাংশ সংরক্ষণ অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে।