India & World UpdatesAnalyticsBreaking News
10 most searched persons in Google during 2019২০১৯-এ যে ১০ জন সবচেয়ে বেশি সার্চ হয়েছেন গুগলে
৩১ ডিসেম্বর : বিদায় নিল ২০১৯। গোটা বিশ্ব পা রাখল ২০২০-এ। ২০১৯-এ গুগলের মতে ভারতের সেরা ১০ ব্যক্তিত্ব তালিকায় কে কে রয়েছেন? অর্থাৎ দেশে কোন ১০ জনের নামে সবচেয়ে বেশি গুগল সার্চ হয়েছে? এই তালিকায় প্রথম নামটি অভিনন্দন বর্তমান। ক্রমান্বয়ে রয়েছে বাকিদেরও নাম।
১. অভিনন্দন বর্তমান : ২৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে কয়েকটি পাকিস্তান যুদ্ধবিমান। মুহূর্তের মধ্যে আকাশে উড়ে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার ২টি মিগ-২১ যুদ্ধবিমান। যার একটিতে ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। সরকারি সূত্রের খবর, তিনি পাক হামলা বানচাল করেন এবং পাকিস্তানের বিমান বাহিনীর একটি এফ-১৬ যোদ্ধা জেট ধ্বংস করে দেন। যদিও তারপর তিনি বিপাকে পড়েন যান। তাঁর বিমানকে নামায় পাকিস্তান। ধরা পড়ে যান তিনি, তারপরই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করে পাকিস্তান। তিন দিন পর ১ মার্চ ২০১৯ সালে পাকিস্তান সরকার তাঁকে মুক্তি দেয়।
২. লতা মঙ্গেশকর : মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হওয়ার পরে ভারতবিখ্যাত এই গায়িকার অসংখ্য গুণমুগ্ধ ভক্তরা চেয়েছিলেন তিনি দ্রুত সেরে উঠুন। ৯০ বছর বয়সী এই গায়িকা নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সার্চের তালিকাতে তিনি রয়েছেন দু’নম্বরে।
৩. যুবরাজ সিং : ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার যুবরাজ সিং শিরোনামে উঠে এসেছিলেন অবসর ঘোষণা করার পর থেকেই। ভারতের বিশ্বকাপ জয়ে যুবরাজ সিং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আইপিএলের প্রথম দিকের বছরগুলোও চার-ছক্কার মারে মাতিয়ে রেখেছিলেন যুবরাজ সিং।
৪. আনন্দ কুমার : বিহারের গণিতবিদ আনন্দ কুমার প্রচারের আলোতে এসেছিলেন এ বছরই। মূলত হৃতিক রোশন অভিনীত ‘সুপার ৩০’ সিনেমাটি রিলিজ করার পর থেকেই এই গণিতবিদকে নিয়ে সার্চ করার হার যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছিল। যার কারণে সার্চের চতুর্থ নম্বরে আছেন আনন্দ কুমার।
৫. ভিকি কৌশল : উরি দা সার্জিকাল স্ট্রাইক সিনেমাতে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন ভিকি। তাই ভিকিকে জানতে গুগলে হুমড়ি খেয়ে পড়েছিলেন দর্শকরা। সার্চের তালিকাতে ভিকি উঠে এসেছেন ৫ নম্বরে।
৬. ঋষভ পন্থ : ভারতীয় জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ২২ বছর বয়সী এই বাঁ হাতি উইকেট কিপার কাম ব্যাটসম্যান। ইতিমধ্যেই তাঁকে ধোনির উত্তরসূরি হিসেবে মানা হচ্ছে। গুগল সার্চ তালিকার ছয় নম্বরে আছে ঋষভ পন্থ।
৭. রানু মণ্ডল : রাণাঘাট স্টেশনে গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু মণ্ডল। পাশাপাশি বলিউডে হিমেশ রেশমিয়ার একটি সিনেমাতে গান গাওয়াতে রীতিমত ভাইরাল হন তিনি। এছাড়া র্যাম্পে হাঁটা এবং প্রতিক্রিয়া প্রকাশের কারণে রানু মণ্ডল সার্চ তালিকাতে উঠে এসেছেন ৭ নম্বরে।
৮. তারা সুতারিয়া : ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’ রিলিজ করার পর থেকে এই অভিনেত্রীর জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকে। এছাড়া সাম্প্রতিক সিনেমা ‘মারজাওয়া’ রিলিজ করার পর অনেকের মনে স্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। সুন্দরী এবং মিষ্টভাষী এই অভিনেত্রী সেই কারণে সার্চের তালিকার ৮ নম্বরে আছেন।
৯. সিদ্ধার্থ শুক্লা : টেলি তারকা সিদ্ধার্থ শুক্লা বিগবসে যোগ দেওয়ার পর থেকেই রীতিমত ভাইরাল হয়ে উঠেছেন। তাঁকে জানতে গুগলে সার্চ করেছেন অসংখ্য মানুষ। যার কারণে গুগল সার্চ তালিকায় সিদ্ধার্থ আছেন ৯ নম্বরে।
১০. কোয়েনা মিত্র : অভিনেত্রী কোয়েনা মিত্র বেশ কয়েক বছর সিনেমা জগতের বাইরে থাকার পরে আবারও রিয়ালিটি শো ‘বিগবসে’ যোগ দেওয়ার পর থেকে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছেন। পাশাপাশি গুগলে তার নতুন চেহারা দেখার জন্য ভিড় জমিয়েছেন অনেকেই। যার ফলে সার্চের ১০ নম্বর স্থানটি কোয়েনা মিত্রের।