Barak UpdatesBreaking News

সংস্কৃতে কথা বলার কোর্স শুরু কাছাড় কলেজে, সহযোগিতায় সংস্কৃত ভারতী
10 days spoken Sanskrit course started at Cachar College

৯ এপ্রিল : সোমবার থেকে শিলচরের কাছাড় কলেজে ১০ দিনের সংস্কৃত ভাষা স্পোকেন কোর্স শুরু হয়েছে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই কোর্সের সূচনা করেন কাছাড় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. কে লক্ষীতন সিংহ। উদ্বোধনী পর্বে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ শর্মা, রোটারি ক্লাব শিলচরের ক্লাব প্রশাসক শিবব্রত দত্ত, সংস্কৃত ভারতীর প্রান্ত মন্ত্রী ড. রঞ্জিত তিওয়ারি, শিক্ষক প্রমুখ কেশব লুইভেল প্রমুখ।

এই কোর্সটি কলেজে করার ব্যবস্থা নিয়েছে কাছাড় কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুয়ারেন্স সেল। তবে সঙ্গে সহযোগিতায় রয়েছে সংস্কৃত ভারতী। অধ্যক্ষা লক্ষীতন সিংহের পৌরোহিত্যে এই অনুষ্ঠানে প্রত্যেক বক্তা এই ভাষাটির সঙ্গে আমাদের তথা ভারতের সত্ত্বা জড়িয়ে রয়েছে বলে উল্লেখ করেন। সংস্কৃত ভাষার দিকে সবার ঝোঁক বাড়াতেও বক্তারা গুরুত্ব আরোপ করেছেন। কোর্সে সম্ভাষণ বর্গ সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ড. শিল্পী দত্ত মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চতুর্থ সেমিস্টারের ছাত্রী সুপ্রিয়া চৌবে। সভায় উতসাহ ব্যঞ্জক বক্তব্য রাখেন সেলের সমন্বয়ক ড. অপূর্ব চক্রবর্তী সহ বিভিন্ন বিভাগের অধ্যাপকরা।

সংস্কৃত ভাষা মাতৃভূমির সঙ্গে সেতুবন্ধন করে। এই ভাষার প্রচারে সারা বিশ্বে জাতি, লিঙ্গ, বর্ণ, ধর্মের উর্ধ্বে উঠে ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে নিরলস কাজ করে যাচ্ছে সংস্কৃত ভারতী। সংগঠনের একটি তথ্য থেকে জানা যায়, এ পর্যন্ত ১ লক্ষ ২০ হাজার সংস্কৃত সম্ভাষণ শিবির পরিচালনা করা হয়েছে। সংস্কৃত মাধ্যমে পাঠদানে সক্ষম ১ লক্ষ সংস্কৃত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংস্কৃত ভারতীর চেষ্টায় ৭টি প্রত্যন্ত গ্রামে শুধুমাত্র সংস্কৃত ভাষাভাষী মানুষ রয়েছেন। সারা বিশ্বের ১৯টি দেশে সংগঠনের ৪৫০০টি কেন্দ্র রয়েছে। সংস্কৃত ভারতী ২০১১ সালে বেঙ্গালুরুতে প্রথম বিশ্ব সংস্কৃত বইমেলার আয়োজন করে। এরপর ২০১৩ সালে উজ্জয়িনীতে একটি সাহিত্যসভার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker