Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে এ বারও কুমারী পূজা করল জেলা প্রশাসন
ওয়েটুবরাক, ২২ অক্টোবরঃ পরম্পরা মেনে এ বারও দুর্গাপূজার আয়োজন করল কাছাড় জেলা প্রশাসন। পুরনো ধারা অব্যাহত রেখে মহাষ্টমীতে হল কুমারী পূজাও। শিলচরে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কুমারী পূজা করে না বলে আদালত চত্বরে জেলা প্রশাসন পরিচালিত পুজোয় সবাই ভিড় জমান।
মহাসপ্তমীতে জেলাশাসকই সঙ্কল্প করেন। এ বার বাড়তি পাওনা ছিল জেলাশাসকের মা-বাবার সক্রিয় উপস্থিতি। মহাসপ্তমীর দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় হয়ে হাইলাকান্দিতে পুজো দেখেছেন বলে জেলাশাসক রোহনকুমার ঝা এ নিয়েই ব্যস্ত ছিলেন। সকালে কিছুটা সময় পুজোমণ্ডপে কাটান। তবে তাঁর কাছে স্বস্তির কথা, জেলা প্রশাসনের পুজোয় মা-বাবা অফিসার-কর্মচারীদের সঙ্গে ভালভাবে সময় কাটিয়েছেন।
জেলা প্রশাসন কর্মচারী সংস্থার রাজ্য সভাপতি বিক্রমজিত চক্রবর্তী জানান, অসমে একমাত্র কাছাড়েই জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজার আয়োজিত হয়।
শিলচরে কুমারী পূজায় এ বার নতুন সংযোজন অম্বিকাপট্টিতে রুদ্রনারায়ণ গুপ্তের বাড়ির দুর্গোৎসব। চার কুমারীকে একসঙ্গে বসিয়ে পূজা করা হয়।
এ দিকে, কুমারী পূজা না হলেও দিনের বেলায় শহরের মূল আকর্ষণ থাকে শিলচর রামকৃষ্ণ মিশনের পুজোই৷ দর্শনার্থীদের অধিকাংশ অঞ্জলি দেওয়ার জন্য মিশনে ছুটে যান৷ অঞ্জলি শেষে গ্রহণ করেন মহাপ্রসাদ৷ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ বলেন, এ বার বেলুড় মঠের মতোই দেবীপ্রতিমা তৈরি করা হয়েছে৷ কুমারটুলির প্রতিমাশিল্পী এখানে এসে কাজ করেছেন৷