India & World UpdatesAnalyticsBreaking News
২৫ জুন সংবিধান হত্যা দিবস, গ্যাজেট নোটিফিকেশন কেন্দ্রের
নতুনদিল্লি, ১২ জুলাই : কেন্দ্রীয় সরকার ২৫ জুন তারিখকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ বিষয়ে জানিয়েছেন। কেন্দ্র এ সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশনও জারি করেছে।
এই সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে অমিত শাহ লিখেছেন, ১৯৭৫ সালের ২৫ জুন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের স্বৈরাচারী মানসিকতা দেখিয়ে জরুরি অবস্থা জারি করে ভারতীয় গণতন্ত্রের টুঁটি চেপে ধরেছিলেন। লক্ষ লক্ষ মানুষকে অকারণে জেলে পাঠানো হয়েছিল। এমনকি সংবাদ মাধ্যমের আওয়াজও বন্ধ করে দিয়েছিলেন।
এর প্রেক্ষিতে কেন্দ্র সরকার প্রতি বছর ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করবে। এই দিনটিতে সেইসব মানুষের অংশগ্রহণকে স্মরণ করা হবে, যারা জরুরিকালীন অবস্থার সময় অমানবিক ব্যাথা সহ্য করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্র সরকারের নেওয়া এই সিদ্ধান্তের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, সেসময়কার স্বৈরাচারী সরকারের অসংখ্য উৎপীড়নের মোকাবিলা করেও যারা গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার জন্য সংঘর্ষ করে গিয়েছেন, তাদের প্রতি সম্মান জানানো। তিনি বলেন, এই সংবিধান হত্যা দিবস প্রত্যেক ভারতীয়ের মনে গণতন্ত্রকে রক্ষা করা ও ব্যক্তিগত স্বাধীনতার অমরজ্যোতিকে জীবিত রাখার উৎসাহ জোগাবে, যাতে কংগ্রেসের মতো কোনও স্বৈরাচারী মানসিকতা আগামী দিনে এর পুনরাবৃত্তি করে না পারে।