India & World UpdatesAnalyticsBreaking News
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা
নতুনদিল্লি, ১৭ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী পদে ইস্তফার কথা ঘোষণা করেছিলেন কেজরিওয়াল। আজই তিনি ইস্তফা দিচ্ছেন। এর মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হলো। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা।
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অবশ্য এগিয়ে ছিলেন অতিশী। অতিশীর নাম ঘোষণা করে গোপাল রায় বলেছেন, এক সংকটপূর্ণ সময়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ কেজরিওয়ালের সততার ওপর আঙুল তোলা হয়েছে। জনগণ যতক্ষণ পর্যন্ত না তাঁকে পছন্দ করবেন, তিনি মুখ্যমন্ত্রী পদে বসবেন না। আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল বলেন, যার পরিবার সন্ত্রাসী আফজল গুরুর বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, তাঁকেই আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির স্নাতক অতিশী ২০১৩ সালে আপে যোগদান করেন। ২০২০ সালে কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে তিনি জয়ী হয়েছেন। ২০২৩ সালে মনীশ সিসোদিয়ার গ্রেফতারের পর তিনি ক্যাবিনেট মন্ত্রী হন। তাঁর অধীনে বর্তমানে ৬টি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। সুষমা স্বরাজ ও শীলা দীক্ষিতের পর অতিশী হবেন দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। প্রয়াত সুষমা স্বরাজ মাত্র ৫২ দিনের জন্য এবং শীলা দীক্ষিত ১৫ বছর ২৫ দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।