Barak UpdatesBreaking News
পায়খানার ট্যাঙ্ক পরিস্কারে নেমে বিষাক্ত গ্যাসের প্রকোপে মৃত ১, অসুস্থ ২1 dead, 2 fall sick due to effect of poisonous gas while cleaning sanitary tank
২৪ এপ্রিল : নিজের বাড়ির নির্মীয়মান পায়খানার সেফটি ট্যাঙ্ক দেখতে গিয়ে বিষাক্ত গ্যাসের ছোবলে প্রাণ গেল এক গৃহস্বামীর। একই ট্যাঙ্কে ঢুকে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দুই ব্যক্তি। বুধবার ঘটনাটি ঘটেছে পাথারকান্দি তাপাদারপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গ্রামের বাসিন্দা রুফিজ উদ্দিন নিজের বাড়িতে একটি সেনিটারি লেট্রিন নির্মাণ করছিলেন। এ দিন তিনি নবনির্মিত শৌচালয়ের ট্যাঙ্কটি পরিস্কার করার জন্য এর ভেতরে প্রবেশ করেন। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে তিনি ট্যাঙ্ক থেকে বের হয়ে না আসায় প্রথমে ভেতরে যান মঞ্জুর হোসেন নামের এক ব্যক্তি। কিন্তু তিনিও বের হয়ে না আসায় ভেতরে প্রবেশ করেন সুলতান আহমেদ নামের এক যুবক। পরে বাইরে থাকা লোকজন ভেতর থেকে একজনের গোঙানির শব্দ শুনতে পান।
এরপরই স্থানীয় জনগণ বিষয়টি আঁচ করতে পেরে তাঁদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ট্যাঙ্কের ভেতরেই প্রাণ হারান গৃহকর্তা রুফিজ উদ্দিন। বাকি দুজনকে অচেতন অবস্থায় ট্যাঙ্কের ভেতর থেকে বের করে আনা হয়। এঁদের সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় জনগণের সন্দেহ, কোনও বিষাক্ত গ্যাসের প্রকোপেই এই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।