Barak UpdatesAnalytics
৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শিলচরে জাতীয় লোক আদালত
ওয়ে টু বরাক, ১২ আগস্ট : জেলা আইনি সেবা কর্তৃপক্ষ আগামী ৯ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টা থেকে শিলচরে কাছাড়ের জেলা ও দায়রা জজ এখতিয়ারের অধীনে সমস্ত আদালতে একটি জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে।
এমভি অ্যাক্ট (ট্রাফিক চালান কেস) সহ বিচারাধীন কম্পাউন্ডেবল মামলা, পাশাপাশি ব্যাঙ্কের প্রাক-মোকদ্দমা সংক্রান্ত বিষয়, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান (লোন ডিফল্ট বিষয়), বিএসএনএল (বকেয়া বিল বিষয়) এবং এপিডিসিএল (বকেয়া বিল বিষয়) উপরোক্ত জাতীয় লোক আদালতে নেওয়া হবে।
এই বিষয়ে ১০ আগস্ট ডিএলএসএ, কাছাড়, শিলচরের অফিসে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, বিএসএনএল এবং এপিডিসিএল-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন। কাছাড়ের ডিএলএসএ সচিব কাম জুডিশিয়াল অফিসার এনএম আবদুল্লাহ আহমেদ, এজেএস অংশগ্রহণকারী কর্মকর্তাদের তাদের নিজ নিজ শাখা/অফিসে ভোক্তা/গ্রাহকদের সঙ্গে যাদের বিষয়গুলি জাতীয় লোক আদালতে তোলার প্রস্তাব করা হয়েছে তাদের সাথে প্রাক-সিটিং সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন যাতে আরও বিষয়গুলি নিষ্পত্তি করা যায়।
কাছাড়ের ডিএলএসএ সংশ্লিষ্ট পক্ষগুলিকে আগামী ৯ সেপ্টেম্বর জাতীয় লোক আদালতে উপস্থিত থাকার জন্য এবং সেই ভিত্তিতে তাদের মামলা /বিষয়গুলি নিষ্পত্তির সুযোগ পেতে অনুরোধ জানানো হয়েছে ।