NE UpdatesAnalyticsBreaking News
৭ ডিসেম্বর দুপুর ১২টায় হিমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ, সম্ভাবনা বেশি কৃষ্ণেন্দুরই
মুখ্যমন্ত্রী বলেন, কাল বা পরশু এ সংক্রান্ত বাকি তথ্য তিনি তুলে ধরবেন। দিল্লি নেতৃত্বের সঙ্গে কথা বলে একজন না দুজন নতুন মুখ আনা হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তবে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণের কথা ঘোষণা করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, বরাক উপত্যকা থেকে একজন প্রতিনিধিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, পরিমল শুক্লবৈদ্য সংসদ হওয়ার পর বরাক উপত্যকা কার্যত মন্ত্রী শূন্য হয়ে পড়েছে। সেজন্য বরাক থেকে একজন প্রতিনিধিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, হিমন্তবিশ্ব শর্মা মন্ত্রিসভায় বরাকের পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল অন্তর্ভুক্ত হবেন বলে বহুলভাবে চর্চার মধ্যে এসেছে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে ৭ ডিসেম্বর দুপুর ১২ টায় হিমন্তবিশ্ব শর্মা মন্ত্রিসভায় মন্ত্রীরূপে শপথ গ্রহণ করবেন কৃষ্ণেন্দু পাল।