CultureBreaking News
৫ অক্টোবর আমরার শারদ সুন্দরী প্রতিযোগিতা
৩০ সেপ্টেম্বর : শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা পুজোর প্রাক্কালে শারদ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ৫ অক্টোবর শিলচর বঙ্গভবনে সন্ধ্যে ছটা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। শনিবার শিলচর মেহেরপুরে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন আমরার সদস্যারা।
সংস্থার সভাপতি মৌসুমী ঘোষ ও সম্পাদক কলিতা ঘোষ এ দিন জানিয়েছেন, শারদ সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি তারা শারদ শিশু প্রতিভার আয়োজন করছেন। শারদ সুন্দরী হবে তিনটি পর্বে এবং শারদ শিশু প্রতিভা দুটি পর্বে অনুষ্ঠিত হবে। দুটি প্রতিযোগিতার ক্ষেত্রে পরম্পরাগত ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে হবে। এছাড়া উলুধ্বনি, শঙ্খধ্বনি ও আরতি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এগুলোতে বিবাহিত অবিবাহিত যে কোনও বয়সের মহিলারা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার।
প্রসঙ্গত, আমরা আয়োজিত শারদ সুন্দরী প্রতিযোগিতা এ বছর ১১তম বর্ষে পা দিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন কোষাধ্যক্ষ মৌমিতা গুপ্ত, অঞ্জনা সাহাপাল, টুম্পা রায় গোস্বামী, শিপ্রা পুরকায়স্থ, শম্পা ধর, ইন্দ্রানী দেব, মধুমিতা মজুমদার, সোনালী বণিক, সঞ্চিতা আচার্য, পিনাকি দাস এবং সুমিতা ঘোষ।